×

প্রকাশ্য মঞ্চে জনপ্রিয় হিন্দি গান গেয়ে তাক লাগালেন বঙ্গতনয়া অনুষ্কা, ভাইরাল ভিডিও

'মেরে রশকে কামার' গানটি গাইতে। ছয়ফুকার জাগরন সংঘের গণেশ পূজার অনুষ্ঠানে ডাক পরেছিল অনুষ্কার।

একটি জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো হলো ‘ইন্ডিয়ান আইডল’। হিন্দি গানের জগতে একের পর এক নতুন নতুন কন্ঠ আনতে সাহায্য করেছে এই রিয়েলিটি শো। ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম প্লেব্যাক সিঙ্গাররা উঠে এসেছে এই রিয়ালিটি শো এর মঞ্চ থেকেই। শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে নেহা কক্কর ও আরো বড়ো বড়ো সিঙ্গাররা উঠে এসেছে ইন্ডিয়ান আইডলের হাত ধরেই। বর্তমানে এই রিয়েলিটি শোয়ের ১৩ তম সিজন সম্প্রচারিত হচ্ছে। আর যেখানে বিচারকের আসনে দেখা গিয়েছে অনু মলিক, নেহা কক্কর, বিশাল দাদলানি ও হিমেশ রেশমিয়ার মতো প্রমুখ গায়কীরা।

তবে এবারের সিজনের আরও একটি বিশেষ চমক হলো প্রতিযোগীদের অধিকাংশই বাঙালি। আর সেরকমই একজন প্রতিযোগী হলেন অনুষ্কা পাত্র। আর বঙ্গতনয়া অনুষ্কা ইতিমধ্যেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে নিজের গানের প্রতিভার জেরে সকলের মনে একটি আলাদা জায়গা করে নিয়েছে। ড্রিম ডেবিউতে পারফর্ম করে দর্শকদের মোহিত করেছে অনুষ্কা। যত দিন যাচ্ছে তত যেন তাঁর গলার স্বর আরো বেশি উন্নত হচ্ছে। এতটাই স্নিগ্ধতা রয়েছে তাঁর কণ্ঠে যে সমস্ত বিচারকরা তাঁর গানে মুগ্ধ।

তবে ইন্ডিয়ান আইডলের মঞ্চে পারফর্ম করার আগে অনুষ্কা বিভিন্নরকম স্টেজ পারফরম্যান্স করতো। মডিউলেটেড মিউজিকাল ভয়েস থাকার জেরে বিভিন্ন রকম ফাংশন এবং অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পরতো তাঁর। সম্ভবত পারিশ্রমিকের বিনিময়েই সে পারফর্ম করতো সেই সব অনুষ্ঠানে। আর এসবের মাঝেই সে সুযোগ পায় ইন্ডিয়ান আইডলের মঞ্চে। সম্প্রতি অনুষ্কার বেশ কিছু স্টেজ পারফরমেন্সের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে মঞ্চে গান গাইতে।

কোনো অনুষ্ঠানে সে শ্রেয়ার কণ্ঠে গান গাইছে আবার কোন কোন অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছে সুনীধী চৌহানের কন্ঠে গান গাইতে। সম্প্রতি অনুষ্কার একটি ভাইরাল ভিডিওতে দেখা গেল তাঁকে ‘মেরে রশকে কামার’ গানটি গাইতে। ছয়ফুকার জাগরন সংঘের গণেশ পূজার অনুষ্ঠানে ডাক পরেছিল অনুষ্কার। আর সেখানেই রাহাত ফাতে আলী খান ও নুসরাত ফাতে আলী খানের গাওয়া জনপ্রিয় এই গানটি করে অনুষ্কা। ‘তপতি স্টুডিও’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রায় নয় মাস আগে এই ভিডিওটি আপলোড করা হয়। যা বর্তমানে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছে ইউটিউব জুড়ে। পাশাপাশি অনুষ্কার গানের গলার প্রশংসা করেছেন বহু মানুষ।

Related Articles