×

প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত গান গেয়ে সবাইকে মুগ্ধ করলেন দেবশ্রী রায়, ভাইরাল ভিডিও

দেবশ্রী রায় (Debashree Roy) টলিউড ইন্ডাস্ট্রির একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

দেবশ্রী রায় (Debashree Roy) টলিউড ইন্ডাস্ট্রির একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নিজের কেরিয়ারে তিনি একটানা বড়ো পর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি। চিরঞ্জিত, তাপস পাল, প্রসেনজিৎ, ভিক্টর ব্যানার্জীর মতো অভিনেতাদের সঙ্গে তিনি পরপর সিনেমা করেছিলেন। দর্শক মহলে তাঁর অনুগামী সংখ্যা প্রচুর। দেবশ্রীর উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘আমি কলকাতার রসগোল্লা’ গানটি সর্বকালের জনপ্রিয় এক গান।

তবে অভিনয় জগতের সঙ্গে বেশ কিছু বছর দূরত্ব তৈরী হয়েছিল দেবশ্রীর। অভিনয়ের বদলে তিনি যোগদান করেছিলেন রাজনীতিতে। বিধানসভা ভোট মিটে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন তিনি আবার শীঘ্র‌ই অভিনয়ে ফিরবেন। আর এরপরেই জি বাংলার নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’-র (Sarbojaya) মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেন দেবশ্রী। এত বছর পরেও তাঁর অভিনয় দক্ষতার জেরে নতুন করে আবার দর্শক মহলে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

তবে ‘সর্বজয়া’ শেষ হ‌ওয়ার আবার‌ও পর্দায় দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়কে। যদিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি তেমনভাবেই আবার‌ও অভিনেত্রীর এক পুরনো ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। গত কয়েক বছর আগে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি টক শো ‘হ্যাপি পেরেন্টস ডে’-তে হাজির হয়েছিলেন দেবশ্রী। এই বিশেষ পর্বের কিছু অংশের ভিডিও চর্চায় উঠে এসেছে।

উল্লেখ্য ভাইরাল এই ভিডিওতে বর্ষীয়ান অভিনেত্রীকে এক হিন্দি গান গাইতে দেখা গিয়েছে। দেবশ্রীর গলায় জনপ্রিয় ‘হাসতা হুয়া কালি চেহরা’ শুনে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। গান গাওয়া ছাড়াও এই পর্বে সঞ্চালক দেবশঙ্কর হালদারের সঙ্গে নিজের জীবনের অনেক অজানা তথ্য ভাগ করে নিয়েছিলেন। দেবশ্রী অকপটে স্বীকার নিয়েছিলেন যে তাঁর ও তাঁর ভাই-বোনদের সাফল্যের পেছনে তাঁদের মায়ের বিপুল অবদান রয়েছে। ইতিমধ্যেই প্রচুরসংখ্যক মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন।

Related Articles