ঘরের ভিতরে ঢুকে পড়েছে বিরল প্রজাতির গোলাপী রঙের সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক রকমের সাপের ভিডিও দেখতে পায়।

সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে একাধিক ভাইরাল ভিডিও। মানুষের পাশাপাশি জীবজন্তুদেরও নানান ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই জীবজন্তুদের মধ্যে বেশিরভাগ সাপেদের ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সাপ (Snake), এই নামটির মধ্যে মিশে আছে একটি আতঙ্ক। দেখতে অবলা হলেও মানুষ বরাবর এই প্রাণীটি থেকে দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এই সাপের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওটি কে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে একটি ক্লাব হাউস থেকে এক বিরল প্রজাতির গোলাপি রঙের সাপকে উদ্ধার করছে সাপ উদ্ধারকারী এক ব্যক্তি। ওই সাপ উদ্ধার করে ব্যক্তির নাম মহম্মদ আরিফ। ভিডিওটির শুরুতেই দেখা যায় ক্লাব হাউসে লুকিয়ে ছিল ওই সাপটি। আরিফ অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে খুঁজে বের করে পাকড়াও করে।
ভিডিওটিতে যে সাপটিকে দেখা গিয়েছে সেটি কালো চিতি বা বুনগারুস কাইরেলিউস (Bungarus Caeruleus) নামের বিষধর সাপ। এই সাপটি দেখতে শান্ত স্বভাবের হলেও চারিত্রিক দিক থেকে এটি অত্যন্ত হিংস্র। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ঘুমিয়ে থাকা মানুষকে দংশন করে। এই জাতের সাপ সাধারণত কালো রঙের হয়ে থাকে। কিন্তু মানুষের যেমন শ্বেতী রোগ হয়ে থাকে, সেরকম কোন রোগের কারণে এই সাপটি কালো না হয় এমন হালকা গোলাপি রঙের হয়েছে।
বিরল প্রজাতিক এই সাপ উদ্ধার কার্যের ঘটনাটি ঘটেছে উড়িষ্যার (Orisa) ভদ্রক জেলায়। ‘মির্জা মহম্মদ আরিফ’ (Mirza Md Arif) নামক একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে ১১ ই নভেম্বর এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪৫ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এছাড়া ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যাও প্রচুর। কমেন্ট সেকশনে অধিকাংশ নেটিজেন আরিফের সাহসিকতার প্রশংসা করেছে। এছাড়া এমন বিরল প্রজাতির সাপ দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেকে আরিফকে ধন্যবাদ জানিয়েছে কমেন্ট সেকশনে।