সম্পূর্ণ খালি গলায় লতা মঙ্গেশকরের গান গেয়ে তাক লাগালেন রানু মন্ডল, তুমুল ভাইরাল ভিডিও
রানাঘাট স্টেশনে বসে থাকা রানু মণ্ডলের গান ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল।

রানাঘাট ঘাট খ্যাত রানু মণ্ডলকে (Ranu Mandal) প্রায় সবাই চেনেন। রানাঘাটের স্টেশনে বসে ‘এক পেয়ার কা নাগমা হ্যা’ (Ek Pyar Ka Nagma Hya) গান গেয়ে সবার মন জয় করে নিয়েছিলেন ভিক্ষুক রানু মণ্ডল। তাঁর ভিডিও শেয়ার হয়েছিল ঝড়ের গতিতে। তারপরে তিনি আর ভিক্ষুক থাকেননি। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছিলেন রানু মণ্ডল।
রানাঘাট স্টেশনে বসে থাকা রানু মণ্ডলের গান ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল। রানু মণ্ডলের কণ্ঠে গাওয়া ‘এক পেয়ার কা নাগমা হ্যা’ গানটি ভাইরাল হওয়ার জেরে তিনি পৌঁছে গেছিলেন মুম্বাইয়ে। হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সুরে গান গাওয়ার সুযোগ পান তিনি। ‘তেরি মেরি’ গান গাওয়ার দৌলতে তিনি সারা দেশজুড়ে পরিচিতি পান।
যদিও, সময় আবার চক্রাকারে ঘুরে তাঁর জীবনে আবার দুর্দশার আগমন ঘটে। তিনি এখন নিজের পুরোনো বাড়িতে থাকেন। বর্তমানে তাঁর কাছে কোনো কাজ নেই। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা প্রায়শই তাঁর বাড়িতে যান, তাঁর সঙ্গে কেউ কথা বলেন, কেউ নাচ করেন, কেউ টেডি উপহার দেন। এই সমস্ত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিও আপলোড করেন। তাঁদের আর্থিক সহায়তাতেই রানু মণ্ডল জীবন অতিবাহিত করেন।
সম্প্রতি রানু মণ্ডলের এক ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে তাঁকে সমুদ্র সৈকতে দেখা গিয়েছে। যদিও সেই সমুদ্র উপকূল দীঘা কিনা বা তিনি কার সঙ্গে সেখানে গেছিলেন, তা এখনও জানা যায়নি। তবে সাগরে কিনারে গিয়ে তাঁকে আবার পুরো ফর্মে ফিরে আসতে দেখা গেল। তাঁর কণ্ঠে শোনা গেল ‘সাগার’ (Saagar) নামক বলিউড সিনেমার জনপ্রিয় গান ‘সাগার কিনারে” (Saagar Kinare)।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র’ (Social Worker Atindra) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটিতে কমলা রঙের শাড়ি পরে লতাজির বিখ্যাত গান গেয়ে আবারও দর্শকদের মন জয় করে নিলেন রানু মণ্ডল। মাঝে তাঁকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হলেও, সমুদ্র কিনারে আবারও প্রশংসার অধিকারী হতে দেখা গেল রানাঘাটের রানু মণ্ডলকে।