×

বাড়ির রান্না ঘরে লুকিয়ে আছে বিষধর কোবরা সাপ, খোঁচা দিতেই ঘটলো বিপত্তি!, ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের

আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের সাপের ভিডিও দেখতে পায়।

সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল একাধিক ভিডিও আমাদের চোখে পড়ে। ভাইরাল ট্রেন্ডের যুগে আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হতে আজকাল আর খুব বেশি সময় লাগে না। সোশ্যাল মিডিয়া আজকাল যে ধরনের ভিডিও বেশি দেখা যায় তাহলে জীবজন্তুদের ভিডিও। এই জীবজন্তুদের মধ্যে আবার সাপেদের ভিডিও বেশি রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বন জঙ্গল কেটে দেওয়ার কারণে সাপেরা আশ্রয়হীন হয়ে গৃহস্থলীতে ঢুকে পড়ছে। সেই গৃহস্থলী থেকে সব উদ্ধার করা ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও সেরকম একটি ভিডিও দেখা মিলেছে।

পৃথিবীর গোটা প্রাণীকুলের মধ্যে নানা ধরনের বিষধর জীবজন্তু রয়েছে। এই বিষয়ে জীবজন্তুদের মধ্যে অন্যতম হলো সাপ। দেখতে অবলা হলেও এই প্রাণী থেকে মানুষ বরাবর দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। যদিও সব সাপ বিষধর হয় না। তবুও সাধারণ মানুষের পক্ষে কোন সাপ বিষধর আর কোন সাপ বিষধর না তা চেনা সম্ভব নয়। বর্ষাকালে সাপেরা বিশেষ করে বর্ষার জলের হাত থেকে রেহাই পেতে লোকালয়ে চলে যায়। এটাই সাধারণ মানুষের জন্য ভয়ের কারণ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সাপের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে একটি বিষধর সাপকে রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। যে সাপটিকে রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে সেটি কোবরা প্রজাতির সাপ। ইংরেজিতে এই সাপটির নাম ‘মোনোক্লেড কোবরা’ (Monocled Cobra) এ গান বৈজ্ঞানিক ভাষায় সাপেক্ষে বলা হয় ‘নাজা কৌথিয়া’ (Naja Kouthia)। বাংলাদেশে এই সাপ পদ্ম গোখরা নামে পরিচিত। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই সাপের দেখা পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা সাপটিকে দেখতে পাওয়ার পর এক সাপ উদ্ধারকারী ব্যক্তি মির্জা মোহাম্মদ আরিফকে খবর দিলে তিনি এসে অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে উদ্ধার করেন। মোহাম্মদ আরিফের এক সঙ্গী সাপ উদ্ধারের সম্পূর্ণ ঘটনাটি ভিডিও করেন। সেই ভিডিওটি ‘Mirza MD Arif’ নামক ইউটিউব (youtube) চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলে মোহাম্মদ আরিফের একাধিক সাপ উদ্ধারের ভিডিও রয়েছে। এই ভিডিওটি এক বছরের মধ্যে ৩.৫ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন।

Related Articles