×

বাড়ির ভিতরে ঢুকে পড়েছে বিশালাকার কোবরা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

একটি গৃহস্থ বাড়ির খাটের তলা থেকে উদ্ধার করা হচ্ছে একটি বিশাল আকৃতির বিষাক্ত কেউটে সাপকে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া একাধিক ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। মানুষের মনোরঞ্জনে এই ভিডিওগুলো এখন বিশেষ ভূমিকা পালন করে থাকে। সোশ্যাল মিডিয়া আজকাল যে ধরনের ভিডিও ভাইরাল হয় তার মধ্যে জীবজন্তুদের ভিডিও বেশি দেখা যায়। আর
এই জীবজন্তুদের মধ্যে সাপের ভিডিও বেশি ভাইরাল হয়। জঙ্গল কেটে দেওয়ার কারণে সাপেরা আশ্রয়ের জন্য এখন গৃহস্থলীতে চলে আসে। সেইসব গৃহস্থলী থেকে সাপ উদ্ধারের একাধিক ভিডিও ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ভাইরাল এই ভিডিওটিকে ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা।

সাপ (Snake), এই নামটির মধ্যেই রয়েছে একটি আতঙ্ক। দেখতে অবলা হলেও মানুষ এই প্রাণীটি থেকে শত হাত দূরে থাকতে স্বাচ্ছন্দ বোধ করে থাকে। কিন্তু জলা জঙ্গল কেটে দেওয়ার কারণে আজকাল গৃহস্থলীতে সাপেদের প্রবেশ করায় মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। ভাইরাল হওয়া ভিডিওটিতে এমনই একটি গৃহস্থালীর ঘটনা তুলে ধরা হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একটি গৃহস্থ বাড়ির খাটের তলা থেকে উদ্ধার করা হচ্ছে একটি বিশাল আকৃতির বিষাক্ত কেউটে সাপকে। ওই বাড়ির সদস্যরা ভয়ের আশঙ্কা করে সাপ উদ্ধারকারী ব্যক্তিকে খবর দিলে সাপ উদ্ধারকারী ঐ ব্যক্তি গৃহস্থ বাড়িতে ঢুকে কেউটে সাপটিকে অত্যন্ত পটুকতার সাথে উদ্ধার করেন। তবে বেশ কয়েকবার সাপটি ভয়ানক ছোবল মারে ওই ব্যক্তির দিকে। এমনকি সাপটি তার মুখ থেকে বিষ ছিটিয়ে দেয় সাপ উদ্ধারকারী ওই ব্যক্তির চোখে। কিন্তু অবশেষে ওই ব্যক্তি সাপটিকে উদ্ধার করে ব্যাগে ভরে নিয়ে চলে যায়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে যে সাপটিকে দেখা গিয়েছে সেটি হলো গোখরা প্রজাতির কেউটে সাপ (Monocled Cobra)। বিশ্বের অন্যান্য বিষধর সাপেদের মধ্যে এটি অন্যতম। সারা বিশ্বে কোবরা সাপের প্রায় চারটি প্রজাতি রয়েছে, যার মধ্যে একটি হলো ‘মনোকল্ড কোবরা’ বা ‘কেউটে’। এই সাপ ১৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সংস্কৃত শব্দ কালকূট থেকে এই কেউটে নামটি এসেছে। বাংলাদেশে এই সাপ ‘পদ্মগোখরো’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ‘নাজা কৌথিয়া’ (Naja Kaouthia)। দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়া এই সাপ দেখা যায়।

ইউটিউবে (YouTube) ‘Mirzamdarif’ নামক চ্যানেল থেকে ভাইরাল এই ভিডিওটি ১ বছর আগে আপলোড করা হয়েছে। প্রায় ২১ লক্ষ মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। ভিডিওটি আপলোড হবার পর ভিউজ বাড়তে বাড়তে বর্তমানে ভিডিওটি ভাইরাল হয়ে দাঁড়ায়। ৯৪ হাজার মানুষ ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেলেছেন। ১২ হাজার মানুষ লাইক করেছে ভিডিওটিতে। ভিডিওটির কমেন্ট সেকশন ভরে উঠেছে নেটিজেনদের কমেন্টে। অধিকাংশ নেটিজেন ভিডিওটিকে ভয়ংকর বলে মন্তব্য করেছেন। অনেকে আবার ওই সাপ উদ্ধারকারী ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেছেন।

Related Articles