×

Viral Video : ১০৫ বছর বয়সী বাবার জন্মদিনে শিস দিয়ে গান শোনাচ্ছে ৭৫ বছরের বৃদ্ধ ছেলে, তুমুল ভাইরাল ভিডিও

বাবা ও ছেলের একটি বিশেষ মুহূর্ত দেখা গিয়েছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিও চোখে জল এনেছে আপামর জনতার।

Viral Video : একটা বয়স পেরোলে পিতা ও পুত্রের সম্পর্ক অনেকাংশে বন্ধুত্বের রূপ নেয়। বকাবকি ও রাগারাগির অধ্যায় পেরিয়ে কেউ অপরজনের লাঠি হয়ে ওঠেন, তো কেউ সাথী হয়ে ওঠেন। এই বয়সটার উল্লেখ নির্দিষ্টরূপে কোথাও করা নেই। পরিবার ও মানুষ হিসাবে পিতাপুত্রের সম্পর্ক যে কোনো সময়ে বন্ধুত্বের রূপ নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই সম্পর্কের পরিবর্তন বৃদ্ধ হওয়ার অপেক্ষাও করতে পারে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে পিতাপুত্রের সম্পর্ক দেখে আবেগঘন হয়ে গেলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Viral Video

ভাইরাল ভিডিওটিতে ( Viral Video ) দেখা যায় এক বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন এবং অপর এক বৃদ্ধ তাঁর কাছেই বসে আছেন। দাবি করা হয়েছে, শায়িত বৃদ্ধর বয়স ১০৫ বছর এবং তাঁর মাথার কাছে বসে থাকা বৃদ্ধর বয়স ৭৫ বছর। শায়িত বৃদ্ধ বসে থাকা বৃদ্ধার পিতা বলে দাবি করা হয়েছে। বৃদ্ধর ৭৫ বয়সী পুত্রকে তাঁর পিতাকে গান শোনাতে দেখা যায় ভিডিওতে।

তবে গানের লাইন বলে নয়, শিস দিয়ে তাঁকে গান শোনাতে দেখা গেছে। গানটি শুনে ১০৫ বয়সী বৃদ্ধের মুখের ভাব দেখার মতো। তিনি খুবই খুশি হয়ে যান শুনে। ক্লান্ত বৃদ্ধ মুখে আনন্দের ভাব ছিল স্পষ্ট। উক্ত ভিডিওর দৌলতে এক মিষ্টি দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ পেলেন নেটিজেনরা। ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেছেন তাঁরা।

Viral Video :

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টুইট টুডে ‘ (Tweet Today) নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা, “পিতার বয়স ১০৫ বছর, পুত্রের বয়স ৭৫। পরবর্তী জেনারেশন কি এই সম্পর্ক বজায় রাখতে পারবে?” ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দেন ভিডিওটিকে। এদিকে, এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেন এক ব্যক্তি, নাম তাঁর জগন্নাথ। তিনি নিজ মন্তব্যে লেখেন, “ধন্যবাদ! ভিডিওটিতে দৃশ্যমান শায়িত ব্যক্তি আমার বাবা, তাঁর বয়স ১০৪ (১৯শে জানুয়ারি তারিখে ১০৫ বছরে পা দিলেন) এবং বসে থাকা ব্যক্তি আমার ভাই, বয়স তাঁর ৬৮ (আমার বর্তমান বয়স ৭৪ বছর। আমি ১৭ই জানুয়ারিতে ৭৫-এ পা দিয়েছি)”।

Related Articles