×

Viral Video : খোলা আকাশের নিচে ‘শাল তলে বেলা ডুবিল’ গানের তালে দুর্দান্ত নাচ 5 সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

জনপ্রিয় বাংলা গান 'শাল তলে বেলা ডুবিল' অসাধারণ নাচ করলেন 5 সুন্দরী যুবতীর।

Viral Video : প্রতিভা প্রসার ঘটানোর ব্যাপারে সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে অজপাড়াগাঁয়ের প্রতিভামূলক ভিডিও দূরে অবস্থিত শহরের অট্টালিকায় পৌঁছে যেতে পেরেছে। প্রতিভামুলক সেই ভিডিওর প্রচার ঘটানোর জন্য অবশ্যই নির্দিষ্ট শিক্ষাও অর্জন করতে হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া আছে বলেই আজ প্রতিভাকে কারোর দরজার গোড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না। সঠিক পদ্ধতি সম্পর্কে অবগত হলেই এবং উপযুক্ত জ্ঞান থাকলেই আজকাল সহজে একটা ভিডিও বিশ্বজুড়ে দেখানো সম্ভব হচ্ছে।

Viral Video

সোশ্যাল মিডিয়ায় (Social Media) সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে ৫ সুন্দরী যুবতীকে এক জনপ্রিয় লোকগীতিতে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘শাল তলে বেলা ডুবিল’ গান। আর এই গানেতেই অসাধারণ ভঙ্গিতে নৃত্য পরিবেশন করলেন পাঁচ তরুণী মিলে। ভিডিওটিতে সারির মাঝে দাঁড়িয়ে থাকা যুবতীকে সোনালী বর্ণের পাড় বিশিষ্ট লাল শাড়ি-ব্লাউজ, পাশেই দুই দিকে দাঁড়িয়ে থাকা দুই যুবতীকে হলুদ শাড়ি-ব্লাউজ এবং একদম দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই যুবতীকে হলুদ পাড়যুক্ত লাল শাড়ি-ব্লাউজ পরিহিত অবস্থায় অসাধারণ এক্সপ্রেশন সহকারে নাচ করতে দেখা যায়।

এখানে দেখুন : পরনে স্কুলড্রেস, ‘বন্ধু কালাচাঁদ’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video

শাড়িগুলোর সঙ্গে প্রত্যেকজনকেই মানানসই গয়না পরতে দেখা যায়। মাথার খোঁপায় থাকা রঙিন পালক ও কোমরে থাকা সুন্দর কোমর বন্ধনী খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে নেটিজেনদের। সূর্যাস্তের মুখে ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ ও হাতে লাল আলতায় ৫ জনকেই অপরূপ সুন্দরী লাগে দেখতে।

Viral Video :

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘুঙরু ডান্স স্কুল’ (Ghungru Dance School) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। ইতিমধ্যে ৭৯ হাজার মানুষ ভিডিওটিকে দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন।

Related Articles