×

মাত্র ১৫ মাস বয়সে দুর্দান্ত তবলা বাজিয়ে তাক লাগাল খুদে বালক, প্রশংসায় ঝড় নেটদুনিয়ায়

মাত্র ২ বছর বয়সে দুর্দান্ত তবলা বাজিয়ে তাক লাগাল খুদে, প্রশংসায় ভরালেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়া বর্তমানে প্রতিভারের প্রচারের জন্য এক গুরুত্বপূর্ণ মাধ্যমে হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতেই নানা রকমের প্রতিভার সাক্ষী হওয়ার সুযোগ পান পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা (Social Media Users)। প্রতিভার প্রচারের দক্ষতা ও সঠিক কৌশল অর্জন করতে পারলে ভৌগোলিক সীমানা নির্বিশেষে অসংখ্য মানুষের কাছে নিজের প্রতিভা পৌঁছে দেওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের প্রতিভামূলক ভিডিও দেখতে পাওয়া যায়। কখনও অপ্রশিক্ষিত ব্যক্তিদেরই ভিডিওতে সোশ্যাল মিডিয়া ভরে যেতে দেখা যায়। আবার কখনও এই সোশ্যাল মিডিয়াতেই সুদক্ষ প্রতিভাশালী শিল্পীদের ভিডিও দেখতে পাওয়া যায়। কোনো কাজে দক্ষ হওয়ার জন্য বা দুর্দান্ত প্রতিভার অধিকারী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। এই প্রতিভা আট বা আশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই বিরাজ করতে পারে। এই কথাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যেতে দেখা গেল এক খুদের ভাইরাল ভিডিওতে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আসিফ ফিরদৌসী’ (Asif Firdousi) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওতে ১৫ মাসের এক ছোট্ট শিশুকে সবুজ রঙের টি-শার্ট পরিহিত অবস্থায় অসাধারণভাবে তবলা বাজাতে দেখা যায়। এই ভিডিওতে দেখতে না পাওয়া গেলেও রুমের মধ্যে থেকে একজনের গানের স্বর শুনতে পাওয়া যায়।

ভিডিওটি থেকে এটি স্পষ্ট যে, উক্ত ব্যক্তি তাঁকে গান শেখানোর চেষ্টা করছিলেন। তাঁর এই চেষ্টা যদিও বিফল হতে দেয়নি খুদে। নিজের মতো করে গান গাওয়ার চেষ্টা করে সে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে এক ব্যক্তিকে ‘না ধিন ধিন না’ বলতে শোনা যায়। এই শুনেই ছোট্ট শিশুটিকে অস্পষ্ট আধো আধো বুলিতে ‘না ধিন ধিন না’ বলতে শোনা যায়।

বাচ্চাটির প্রতিভা দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে গেছেন এবং অনেকে বাচ্চাটির পরিবারের শিক্ষার প্রশংসা করেছেন।

Related Articles