লাগবে না এক পয়সাও, ২৩ দিনের জন্য বিনামূল্যে আনলিমিটেড কলিং ও ইন্টারনেট দিচ্ছে Jio
ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাগুলোর (Telecom Company) মধ্যে অন্যতম হল রিলায়েন্স জিও (Reliance Jio)।

ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাগুলোর (Telecom Company) মধ্যে অন্যতম হল রিলায়েন্স জিও (Reliance Jio)। এই প্রযুক্তিগত দিক অন্যান্য বেসরকারি সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে এই টেলিকম সংস্থা। বর্তমানে রিচার্জ কেন্দ্রীক বিভিন্ন অফারের প্রতিযোগিতাতেও এগিয়ে রয়েছে জিও। অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় বর্তমানে বেশি গ্রাহক রয়েছে জিওর।
ভারতে ফোর জি (4G) নেটওয়ার্ক পরিষেবা এয়ারটেলের (Airtel) হাত ধরে শুরু হলেও, এই নেটওয়ার্ক জনপ্রিয়তা লাভ করে রিলায়েন্স জিওর হাত ধরেই। বর্তমানে দুর্দান্ত রিচার্জ প্ল্যানের দৌলতে নেটওয়ার্ক পরিষেবার ময়দানে জিওরই বিস্তার। বর্তনানে জিও ফাইভ জি (5G) পরিষেবাও শুরু করে দিয়েছে। ভারত জুড়ে একাধিক জায়গায় জিও লঞ্চ করেছে ফাইভ জি নেটওয়ার্ক। এদিকে, গ্রাহকদের কথা মাথায় রেখে জিও বিভিন্ন মূল্যের ফোর জি প্ল্যানও লঞ্চ করে। কোনো প্ল্যান ভ্যালিডিটি কেন্দ্রীক হয়, তো কোনো প্ল্যান ডেটা কেন্দ্রীক। এখানেই কেউ আবার আনলিমিটেড ভয়েস কলিং খোঁজেন।
আপনি যদি বৈধতা কেন্দ্রীক রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। তাহলে জিওর ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি দেখতে পারেন। এই প্ল্যানের অধীনে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাওয়া যাবে। একইসঙ্গে প্রত্যেকদিন ২.৫ জিবি ডেটা ও দৈনিক ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। জিওর ২৯৯৯ টাকার এই প্ল্যানে মোট ৩৮৮ দিনের বৈধতা রয়েছে।
অর্থাৎ, এক্ষেত্রে এক বছরের তথা ৩৬৫ দিনের বৈধতা তো পাওয়া যাবেই, উপরন্তু অতিরিক্ত ২৩ দিনেরও বৈধতা পাওয়া যাবে। এই প্যাকে একইসঙ্গে ৭৫ জিবি অতিরিক্ত ডেটাও পাওয়া যাবে। অতঃপর একটিমাত্র রিচার্জ প্ল্যানেই একসঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, এক বছরের বৈধতা ও ফ্রি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে।