×

Optical ilusion: এতগুলো ভেড়ার মধ্যে লুকিয়ে রয়েছে একটি নেকড়ে, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

বর্তমানে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় কিছু চোখ ধাঁধাঁনো ছবি দেখতে পাওয়া যায়।

বর্তমানে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় কিছু চোখ ধাঁধাঁনো ছবি দেখতে পাওয়া যায়। এই ছবিগুলো প্রকাশ্যে এলেইসফলভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে। ফলস্বরূপ, বিভিন্ন রকমের মন্তব্য ও প্রতিক্রিয়ার জেরে ফটোগুলি ভাইরাল হয়ে যেতে দেখা যায়। ফটোগুলো এমনভাবে সাজানো থাকে যে, সেগুলো চোখে ধাঁধার সৃষ্টি করে। এই প্রকৃতির ফটোগুলো সাধারণত ‘অপটিক্যাল ইলিউশন’ (Optical Illusion) নামে পরিচিত।

অপটিক্যাল ইলিউশন রয়েছে, এমন ছবিগুলো সমাধান করতে চাইলে আপনার দৃষ্টিশক্তি বেশ তীক্ষ্ণ হওয়া প্রয়োজন। এককথায় আপনার দৃষ্টিশক্তি হতে হবে একদম ঈগলের মতো। একইসঙ্গে আপনাকে হতে হবে ক্ষুরধার বুদ্ধির অধিকারী। তবেই আপনি অপটিক্যাল ইলিউশনযুক্ত ফটোয় করা চ্যালেঞ্জের সমাধানমূলক উত্তর খুঁজে বের করতে পারবেন।

এই ফটোগুলোতে শিল্পীরা এমনভাবে ভিড়ের মধ্যে ভিন্ন কিছু লুকিয়ে রাখেন, যেগুলো সহজে খুঁজে পাওয়া যায় না। অনেকেই তো মাঝপথে হাল ছেড়ে পালিয়ে যান। কেউ কেউ সারাদিনের পরেও লুকিয়ে থাকা বস্তুটিকে খুঁজতে ব্যর্থ হন। আপনি যদি খুঁজে নিতে পারেন, তাহলে মানতে হবে অবশ্যই আপনার মধ্যে কিছু বিশেষ প্রতিভা রয়েছে। চলুন, এই পরীক্ষাই করে নেওয়া যাক, যে আপনার দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ এবং আপনার মস্তিস্ক কতটা ক্ষুরধার!

একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Photo) হয়েছে। ছবিটিতে একাধিক ভেড়া দেখতে পাওয়া যায়। এবার ভেড়ার মধ্যে আপনি নেকড়ে খুঁজে বের করতে পারবেন কিনা, সেটাই চ্যালেঞ্জ। এক্ষেত্রে সময়ও নির্ধারিত। নেকড়েটিকে সর্বোচ্চ সাত সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। আপনি যদি সাত সেকেন্ডের মধ্যে নেকড়েটিকে খুঁজে বের করে ফেলেন, তাহলে বুঝতে হবে আপনি সত্যিই প্রতিভাবান।

Related Articles