×

বিশ্বের সেরা সুন্দরী শিশুর শিরোপা পেল এই ছোট্ট মেয়ে, রইল তার আসল পরিচয়

বিশ্বের সবচেয়ে সুন্দরী শিশু বলে মনে করা হয়। এছাড়াও সৌন্দর্যতার নিরিখে সে পেয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী শিশুর তকমা।

অনাহিতা হাশেমজাদেহ। (Anahita Hashemzade) এই নামটির সাথে অনেকে পরিচিত না হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নীল চোখওয়ালা কোঁকড়া চুলের মেয়েটিকে মনে আছে অনেকেরই। যাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী শিশু বলে মনে করা হয়। এছাড়াও সৌন্দর্যতার নিরিখে সে পেয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী শিশুর তকমা। এমনকি অনেকের মতে তাঁর সৌন্দর্যের কাছে হার মানবে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-ও।

২০১৬ সালের ১০ ই জানুয়ারি ইরানের ইসফাহান নামক একটি শহরে জন্ম হয় অনাহিতার। এরপর ২০১৮ সালে কেবলমাত্র ২ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার পোস্ট করা হয় তাঁর ছবি। যা নিমেষের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর শিশুটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান সমস্ত সাইবারবাসী। এমনকি এই বয়সেও তাঁর ফ্যান ফলোইং আর পাঁচটা নামিদামি তারকার চেয়ে কোনো অংশে কম নয়। সোশ্যাল মিডিয়ার দরুন সে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সুন্দরী পরী। তাই তার যেকোনো ছবি ভাইরাল হতে বেশি একটা সময় লাগে না।

গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তাঁর কোটি কোটি ফ্যান‌। আর তাঁর জনপ্রিয়তা দেখে রীতিমতো অবাক তাঁর অভিভাবকও। অনাহিতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁর মাকে। আর হবে নাই বা কেন সে বর্তমানে বিশ্বের একজন অন্যতম শিশু মডেল। এমনকি তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চার কোনো শেষ নেই। তাই কিছুদিন আগে কিছু দুষ্কৃতী হ্যাক করে নেয় অনাহিতার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর অনাহিতার মা আরেকটি নতুন অ্যাকাউন্ট খোলেন।

এমনকি করোনা অতিমারি চলাকালীন একসময় গুজব উঠেছিল যে ছোট্ট অনাহিতা নাকি করোনায় আক্রান্ত হয়েছে। যদিও এই বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন তাঁর মা। বর্তমানে অনাহিতার বয়স ৭ বছর। আর এই বয়সেই সে টেক্কা দিচ্ছে বিশ্বের অন্যতম সুন্দরী তারকাদের। তাই অনেকেই মনে করছেন অনাহিতা বড় হয়ে একজন নামকরা মডেল হবেন।

Related Articles