Optical illusion: এতগুলি পেঁচাদের ভিড়েই লুকিয়ে রয়েছে একটি বিড়াল! রইল ৭ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করার চ্যালেঞ্জ
এইসব পেঁচার মধ্যেই রয়েছে এক বিড়াল (Cat)। নেটিজেনদের ১০ সেকেন্ডের মধ্যে সেই বিড়ালটিকে খুঁজে বের করতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে (Social Media) আকছার বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে থাকে। বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ধরণের ঘটনার দৃশ্য ছবি বা ভিডিওর আকারে এখন খুব সহজেই সকলের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে পৌঁছে যায়। কয়েক বছর আগেও বিনোদনের মাধ্যম হিসেবে স্মার্টফোনের এত রমরমা ছিল না।
বিনোদনের মাধ্যম হিসেবে বা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য টেলিভিশন, খবরের কাগজ, রেডিও প্রভৃতির ওপরেই মানুষকে নির্ভর করে থাকতে হতো। তবে বিশ্বায়নের প্রভাবে এখন পৃথিবীর কোণায় কোণায় স্মার্টফোন পৌঁছে গিয়েছে। বেশিরভাগ মানুষের কাছেই স্মার্টফোন থাকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
নেটদুনিয়ায় যে হামেশাই বিভিন্ন রকম ছবি ভাইরাল হয় তা কারোরই অজানা নয়। বিভিন্ন স্থানের বিভিন্ন ধরণের ঘটনার মুহূর্ত বা কোনো দৃশ্য প্রভৃতির পাশাপাশি নেটিজেনদের পরখ করার মতো কিছু ছবিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এইসব ছবিতে সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যে নির্দিষ্ট কিছু খুঁজে বের করার জন্য নেটিজেনদের চ্যালেঞ্জ করা হয়ে থাকে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও মনোযোগ দিয়ে দেখা না হলেও এই চ্যালেঞ্জ জেতা সম্ভব হয় না।
সম্প্রতি নেটদুনিয়ায় আবারও ভাইরাল হয়ে গিয়েছে এমনই এক ছবি। এই ছবিতে অসংখ্য পেঁচার (Owl) মুখ রয়েছে, প্রত্যেকটি পেঁচাই আক্রমণাত্মক ভঙ্গিমায় মুখ খুলে রয়েছে। তবে এইসব পেঁচার মধ্যেই রয়েছে এক বিড়াল (Cat)। নেটিজেনদের ১০ সেকেন্ডের মধ্যে সেই বিড়ালটিকে খুঁজে বের করতে বলা হয়েছে। ছবিতে ডান দিকের কোণে এমন এক জায়গায় এমন ভঙ্গিমায় বিড়ালটি রয়েছে যাকে এত কম সময়ে খুঁজে বের করা সত্যিই মুশকিল!