চাবি হারিয়ে গেলে তালা খোলার অভিনব টিপস, ভুল করেও কারও সাথে শেয়ার করবেন না
চাবি ছাড়া তালা কিভাবে খুলবেন এই প্রশ্নের উত্তরে আপনার মাথায় আসতেই পারে যে অন্য কোনো উপায় না থাকলে তালা ভেঙে ফেলাই শেষ পদ্ধতি।

অনেক সময় এমন হয় যে কাজের তাড়াহুড়োয় আমরা অনেক কিছু ভুলে যায়। ছাতা, রুমাল, চাবি এমন সামগ্রী আমরা মাঝেমধ্যেই হারিয়ে থাকি। এর মধ্যে সবথেকে বেশি সমস্যা হয় তালার চাবি হারালে। চাবি হারালে বাড়িতে ঢোকা কিংবা খুব দরকারী জিনিস রয়েছে কোনো বাক্স বা আলমারি থেকে দরকারি জিনিস বের করা খুব সমস্যা হয়ে যায়। সেই সময় ছুটতে হয় চাবি ছাড়া তালা খুলতে পারবে এমন মেকানিকের কাছে। নিজের চেনা জায়গার মধ্যে এমন ঘটনা ঘটলে বাইরে থেকে লোক ডেকে তালা খোলা সম্ভব হলেও, ধরুন যদি আপনি বাইরে কোথাও গিয়েছেন এবং সেখানে এরকম কিছু ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কিভাবে তালা খুলবেন তা ভেবে পাচ্ছেন না। সেই মুহূর্তে কি করবেন? চাবি ছাড়া তালা খোলার ট্রিক জানাতেই আজকের এই প্রতিবেদন।
চাবি ছাড়া তালা কিভাবে খুলবেন এই প্রশ্নের উত্তরে আপনার মাথায় আসতেই পারে যে অন্য কোনো উপায় না থাকলে তালা ভেঙে ফেলাই শেষ পদ্ধতি। সে ক্ষেত্রে বলে রাখি চাবি খুঁজে না পেলে তালা ভাঙার কোনো প্রয়োজন নেই। এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়লেই আপনি চাবি ছাড়া তালা খোলার ট্রিক জানতে পেরে যাবেন। তাই দেরি না করে আসুন জেনে নিন কিভাবে চাবি ছাড়া তালা খুলবেন।
চাবি ছাড়া তালা খোলার জন্য প্রথমে আপনাকে অনেকগুলি দেশলাই কাঠি নিতে হবে। এরপর একটি কাগজের মধ্যে দেশলাইয়ের অগ্রভাগ থেকে বারুদ নিয়ে বেশ কিছুটা বারুদ এক জায়গায় করতে হবে।
এখন যে তালাটি আপনি খুলতে চাইছেন তার মধ্যে অর্থাৎ যে জায়গায় দিয়ে চাবি ঢোকানো হয় সেই জায়গায় বেশ কিছুটা বারুদ ঢুকিয়ে দিতে হবে। এরপর সেই জায়গায় অর্থাৎ চাবি ঢোকানোর জায়গায় এমন কোন বস্তু আপনাকে খুঁজে দিতে হবে যা তালার মধ্যে ঢোকানো বারুদ পর্যন্ত আগুনকে পৌঁছে দিতে সাহায্য করবে। ক্ষেত্রে আপনি একটি গোটা দেশলাই কাঠি বা কোনো কাগজের টুকরো ঢুকিয়ে রাখতে পারেন।
এরপর আপনি তালার মধ্যে লাগানো সেই দেশলাই কাঠি বা কাগজের টুকরোতে যখন আগুন ধরাবেন সেই আগুন ধীরে ধীরে পৌঁছে যাবে বারুদের কাছে। আগুন বারুদের সংস্পর্শে গেলেই তালার ভিতরে একটা ছোট বিস্ফোরণ ঘটবে, যার জোরেই খুলে যাবে তালাটি। এই সম্পূর্ণ ঘটনাটি ইউটিউবে একটি ভিডিওতে সুন্দর ভাবে দেখানো হয়েছে। ইউটিউবে দেখানো ভিডিও অনুযায়ী তাঁদের করা এই এক্সপেরিমেন্ট সফল। চাইলে আপনিও এই এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে।