Optical illusion: আর্বজনার স্তূপের মাঝেই লুকিয়ে রয়েছে একটি কুকুরছানা, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
উত্তরদাতাকে মাত্র ২১ সেকেন্ডের মধ্যে কুকুরছানাটিকে খুঁজে বের করতে হবে।

আজকাল সোশ্যাল মিডিয়ায় ‘অপটিক্যাল ইলিউশন’ (Optical illusion)-এর ক্রেজ রয়েছে। মিম বা ফটো-ভিডিও সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে ছড়িয়ে থাকলেও, বর্তমানে অপটিক্যাল ইলিউশন সমাধানও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পছন্দের বিষয় হয়ে উঠেছে। অপটিক্যাল ইলিউশনগুলো দেখার পরেই প্রথমে উত্তরদাতার মনে হবে তাঁর মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, কিন্তু পরমুহূর্তেই বুঝতে পারা যাবে, যে সেই বিভ্রান্তির মধ্যেই সমাধান লুকিয়ে আছে।
কাজের চাপ কমাতে ও মন হালকা করতে অনেকেই অবসর সময়ে গান শোনেন। এর মধ্যে কেউ সিনেমা দেখেন, কেউ মিম সংগ্রহ করেন, কেউ আবার বই পড়েন, সেখানেই কেউ আবার জটিল ধাঁধা সমাধানের মাধ্যমে নিজের অবসর সময় অতিবাহিত করতে পছন্দ করেন।
গবেষণায় দাবি করা হয়, ধাঁধার সমাধান শুধুমাত্র অবসর সময় অতিবাহিত করতেই কাজ লাগে না, ‘ডাইমেনশিয়া’ ও ‘অ্যালজাইমার’ রোগের প্রাথমিক প্রভাব নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধাঁধা সমাধান। তাই, শুধুমাত্র অবসর সময় কাটাতে নয়, স্মৃতি শক্তি ঠিক রাখতেও ধাঁধা সমাধানের অভ্যাস ভালো কাজ।
ধাঁধা প্রেমী মানুষদের মধ্যে কেউ শব্দ ধাঁধা সমাধান করতে ভালোবাসেন, আবার কেউ অপটিক্যাল ইলিউশন সমাধানে বেশি আগ্রহ প্রকাশ করেন। অপটিক্যাল ইলিউশনগুলোতে হাজারো জিনিসের ছবি, প্রকৃতির ছবি, লিখিত নম্বর প্রভৃতির মাঝে সমাধান খুঁজতে বলা হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে খোলা আকাশের নিচে পাথর সমন্বিত এক পরিত্যক্ত মাঠ দেখতে পাওয়া যায়। সেই মাঠজুড়ে শুধুমাত্র কাঠের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ফটোতে একবার তাকালে মনে হবে, ওই এলাকায় শুধুমাত্র প্রাণহীন জিনিসই রয়েছে, কোনো প্রাণী নেই। তবে দাবি করা হয়েছে এই কাঠের টুকরো ছড়িয়ে থাকা এলাকার মধ্যেই একটি কুকুরছানা রয়েছে। উত্তরদাতাকে মাত্র ২১ সেকেন্ডের মধ্যে কুকুরছানাটিকে খুঁজে বের করতে হবে। প্রায় ৯৯% মানুষ এই ধাঁধা সামধান করতে পারেননি। দেখুন তো আপনি পারেন কিনা?
কুকুরছানাটিকে খুঁজে পেলেন? না খুঁজে পেয়ে থাকলেও কোনো ব্যাপার না, নিম্নে আপনার জন্য ধাঁধার সমাধান পেশ করা হল।