×

চোখের ধাঁধাঁ: ছবিতে এতগুলি ‘M’ এর মাঝে লুকিয়ে আছে একটি ‘N’, রইল ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

এই ছবিটিতে অসংখ্য 'M' এর মধ্যেখানে লুকিয়ে রয়েছে একটি 'N'।

সোশ্যাল মিডিয়া হাজার একটা ছবিতে ভরপুর। এর মধ্যে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি আজকাল সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ছবিগুলো বেশ মজার হয়ে থাকে। সবথেকে মজার ব্যাপার হলো এই ছবিগুলি বুঝতে পারার জন্য প্রখর বুদ্ধি ও দৃষ্টি শক্তি প্রয়োজন হয়। চোখ ও মাথায় ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্য এই ছবিগুলি যথেষ্ট। এই ছবিগুলি দ্বারা মূলত কোনো ব্যক্তির আইকিউ টেস্ট করা হয়। অর্থাৎ এই ছবিগুলোর মাধ্যমে বোঝা যায় কোনো ব্যক্তির দৃষ্টি ও বুদ্ধির প্রখরতা কতটা।

অপটিক্যাল ইলিউশনের ছবিগুলো দেখতে খুবই সাধারণ হয়ে থাকে। তবে এই ছবিগুলো দেখে সাধারণ মনে হল খুব একটা সাধারণ ছবি নয় সেগুলো। এই ছবিগুলোর মধ্যে এক একটি চ্যালেঞ্জ লুকানো থাকে। আর দর্শকের সেই চ্যালেঞ্জ উদ্ধার করতে হয়। মজার ব্যাপার হলো ছবিগুলো চোখে পড়লে আর এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। না চাইতে মানুষ জড়িয়ে পড়ে ছবিগুলোর থেকে চ্যালেঞ্জ জয় করতে। সম্প্রতি এমন একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসুন দেখে নিন কি সেই ছবি।

আমরা সাধারণত এ বি সি ডি (ABCD) সবাই জানি। কোন অ্যালফাবেটের পরে কোন অ্যালফাবেট বসে সে সম্পর্কে কারোরই অজানা নয়। আমরা সাধারণত জানি ‘M’ এর পরে ‘N’ বসে। কিন্তু যদি আপনাকে কেউ বলে ‘M’ এর আগে আসে ‘N’ হয়, সে কথা কি আপনারা বিশ্বাস করবেন? সম্প্রতি ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের ছবিটিতে এমনই কিছু দেখা গিয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে অসংখ্য কয়েকটি ইংরেজিতে বড়োহাতের ‘M’ অক্ষরটি লেখা আছে। তবে শুধু আপনাকে ‘M’ দেখলে চলবে না, এর মধ্যে থেকে লুকিয়ে থাকা অন্য অক্ষরটি কিন্তু খুঁজে বের করতে হবে। অন্য অক্ষটি খুঁজে বের করার জন্য ১৫ সেকেন্ড সময় ধার্য করা হয়েছে। অর্থাৎ আপনি যদি ১৫ সেকেন্ডের মধ্যে লুকানো অক্ষরটি খুঁজে পান তবে বুঝবেন আপনার দৃষ্টি শক্তি ও বুদ্ধির প্রখরতা প্রবল।

তবে যদি আপনারা লুকানো অক্ষরটি খুঁজে না পান সে ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই। আমরা আপনাকে সাহায্য করবো লুকোনো অক্ষরটি খুঁজে বের করতে। ভাইরাল হওয়া এই ছবিটিতে অসংখ্য ‘M’ এর মধ্যেখানে লুকিয়ে রয়েছে একটি ‘N’। এবার ছবিটি ভালো করে দেখুন। আট নম্বর সারির ছয় নম্বর লাইনে ‘M’ এর আগে একটি ‘N’ লেখা আছে। আশা করি এবার আপনারা খুঁজে পেয়েছেন। এখন আমাদের কমেন্ট করে জানান আপনি কিভাবে লুকানো অক্ষরটি খুঁজে পেয়েছেন। আপনি নিজে থেকেই অক্ষরটি খুঁজে পেয়েছেন নাকি আমাদের এই প্রতিবেদন আপনাকে সাহায্য করেছে অক্ষরটি খুঁজে পেতে।

Related Articles