×

Optical illusion: এতগুলি ‘DROP’ শব্দের মধ্যে আছে ১টি ‘DRIP’ লেখা, রইল ১১ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

এই শব্দই খুঁজে বের বের করার জন্য কুড়ি সেকেন্ড দেওয়া হয়েছে। বহু মানুষই এই শব্দটি নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে পান না।

ধাঁধার খেলা মস্তিষ্ককে বারংবার কাঠগড়ায় দাঁড়াতে হয়। এই খেলা কোনো সাধারণ খেলা নয় এবং যে কেউ এই খেলা খেলতে পারে না। হ্যাঁ, যে কোনো ব্যক্তি অংশগ্রহণ অবশ্যই করতে পারেন, তবে সফল গুটিকয়েক মানুষই হন। এই খেলায় কোনও শর্টকাট ব্যবহার করা সম্ভব নয়, এক্ষেত্রে কোনও চিটিং পদ্ধতিও অবলম্বন করা যায় না। সাতপাঁচ ভেবে বুদ্ধি খরচ করে অবশেষে ধাঁধার খেলায় জয়ী হওয়া যায়।

ধাঁধার খেলায় পূর্বে শব্দ ধাঁধার বেশি প্রচলন ছিল। বর্তমানে এই স্থান অধিকার করেছে দৃষ্টি ভ্রমের খেলা অর্থাৎ অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। শব্দ ধাঁধায় উত্তরদাতাকে যেমন উপস্থিত বুদ্ধি, শব্দ জ্ঞান ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে হয়। তেমনও অপটিক্যাল ইলিউশনে আবার উত্তরদাতাকে তীক্ষ্ণ দৃষ্টি শক্তির অধিকারী হওয়ার পাশাপাশি গভীর মনোযোগী প্রকৃতির হতে হয়। উত্তরদাতা অস্থির মনের হলে কোনোমতেই নির্ধারিত সময়ের মধ্যে সমাধান খুঁজে পাওয়া যাবে না।

আজকাল সোশ্যাল মিডিয়া জুড়ে এই অপটিক্যাল ইলিউশিনের বসবাস। চারিদিকে অপটিক্যাল ইলিউশনযুক্ত ফটো শেয়ার হতে দেখা যায়। সম্প্রতি এমনই এক ফটো সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, যা প্রকাশ্যে আসার পরে চর্চায় রয়েছে। ফটোটিতে একটি নীল রঙের পেজ জুড়ে শুধুই ‘DROP’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই লুকিয়ে রয়েছে ‘DRIP’ নামক একটি শব্দ। এই শব্দই খুঁজে বের বের করার জন্য কুড়ি সেকেন্ড দেওয়া হয়েছে। বহু মানুষই এই শব্দটি নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে পান না। দেখুন তো, আপনি পারেন নাকি?

খুঁজে পেলেন? না পেলেও কোনো ব্যাপার না। আপনার জন্য এই প্রতিবেদনে অপটিক্যাল ইলিউশনটির সমাধান হাজির করা হল।

Related Articles