Optical Illusion : ছবিতে এতগুলি ‘TELL’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘TALL’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হতে দেখা যায়।

Optical Illusion : ধাঁধার নিয়ে ক্রেজ এখনও কমেনি। হ্যাঁ, রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু চাহিদা শূণ্য হয়ে যায়নি। পূর্বে শব্দ ধাঁধার চাহিদা খুব ছিল। সত্যজিৎ রায়ের ফেলুদা সহ বহু রোমাঞ্চকর গল্পে ধাঁধার সম্মুখীন হয়েছেন পাঠকরা। বর্তমানে এই প্রকৃতির ধাঁধার প্রচলন তেমন আর নেই। তবে সেই ধাঁধা আজ রূপ পাল্টেছে কিন্তু ধাঁধা সমাধানের ট্রেন্ড এখনও রয়েছে। শব্দ ধাঁধা সমাধান করার পরিবর্তে বর্তমানে অপটিক্যাল ইলিউশনকে ট্রেন্ডে থাকতে দেখা গেছে।
Optical Illusion Picture :
এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হতে দেখা যায়। কখনও একদম সাধারণ ফটোতে অসাধারণভাবে লুকিয়ে রাখা সাধারণ কিছু খুঁজতে বলা হয়। অথবা রঙিন ব্যাকগ্রাউন্ডের উপর অসংখ্য অক্ষর বা নম্বরের মধ্যে একটি ইউনিক অক্ষর বা নম্বর খুঁজতে বলা হয়। এক্ষেত্রে, জবাব দেওয়ার জন্য উত্তরদাতাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়। প্রদত্ত সময়ের মধ্যে উত্তরদাতাকে অপটিক্যাল ইলিউশনের সমাধান খুঁজতে হয়।
Optical Illusion Picture :
শব্দ ধাঁধা সমাধান করার জন্য যেমন উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি ও শব্দ জ্ঞান থাকা প্রয়োজন। তেমনই অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য উপস্থিত বুদ্ধি থাকার পাশাপাশি তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী ও গভীর মনোযোগী হওয়া বাধ্যতামূলক। এই বৈশিষ্ট্যগুলো না থাকলে অপটিক্যাল ইলিউশন সহজে সমাধান করা যায় না।
আরও পড়ুন : এতগুলি ‘727’ মধ্যে আছে একটি ‘747’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে ফটো জুড়ে অসংখ্য ‘Tell’ দেখতে পাওয়া যায়। দাবি করা হয়েছে এরই মধ্যে কোনো একটি স্থানে ‘Tall’ লেখা রয়েছে। এটি সমাধান করার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় দেওয়া হয়। দেখুন তো, আপনি সমাধান করতে পারেন কিনা?
খুঁজে পেলেন ‘Tall’? খুঁজে না পেলেও কোনো ব্যাপার নয়। নিম্নে আপনার জন্য সমাধান পেশ করা হল।