×

ছবিতে অনেকগুলি ‘BERTH’ শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ১ টি ‘PERTH’, রইলো 5 সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ

আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি নতুন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। তবে এটি একটু অন্যরকম।

বর্তমান যুগ নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার যুগ। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যাটা খুব একটা কম নয়। আট থেকে আশি প্রতিটি মানুষই নিজেদের কাজের ফাঁকে একটু সময় পেলেই সোশ্যাল মিডিয়া খুলে বসে পরে মনোরঞ্জন উপভোগ করার উদ্দেশ্যে। আর সোশ্যাল মিডিয়ায় মনোরঞ্জনের কোনোরকম অভাব নেই। বিভিন্ন ধরনের মজাদার পোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও সব থেকেই যথেষ্ট মনোরঞ্জন উপভোগ করা যায়। সেরকমই সোশ্যাল মিডিয়ার একটি অত্যন্ত মজাদার টপিক হলো বিভিন্ন ধরনের অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion)।

অপটিক্যাল ইল্যুশন হল এমন একটি খেলা যাতে কম বেশি প্রত্যেকেই অংশগ্রহণ করতে পছন্দ করেন। এই মজাদার খেলার ফলে দৃষ্টিশক্তি প্রখর হয় ও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে আইকিউ (IQ)। এই অপটিকাল ইল্যুশন গুলোকে প্রথমে ভালোমতো দেখে যাচাই করে তবে উত্তর দিতে হয়। তবে এর জন্য বেশি সময় পাওয়া যায় না। কেবলমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই খুঁজে নিতে হয় সঠিক উত্তর। আর আপনি কত তাড়াতাড়ি এর উত্তর খুঁজে বার করতে পারবেন তা দিয়ে নির্ধারিত হবে আপনার আইকিউ লেবেল।

এর আগেও সোশ্যাল মিডিয়ায় বহু ধরনের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ দেখা গিয়েছে। সেরকমই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি নতুন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। তবে এটি একটু অন্যরকম। নিচের ছবিটিতে ভালোমতো লক্ষ্য করুন। সেখানে বহুবার ‘BERTH’ শব্দটি লেখা আছে। তবে এর মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ভিন্ন শব্দ।‌ ছবিটির মাঝে লুকিয়ে রয়েছে ‘PERTH’ শব্দ। আর সেটাকেই খুঁজে বের করতে হবে আপনাদের।

এর উত্তর খোঁজার মাধ্যমেই বোঝা যাবে যে আপনার দৃষ্টি শক্তি কতটা প্রখর। ভালোমতো মন দিয়ে ছবিটিকে লক্ষ্য করুন। এজন্য আপনার হাতে রয়েছে কেবলমাত্র ৫ সেকেন্ড সময়। তার মধ্যে উত্তর খুঁজে বের করে সঠিক উত্তর জানাতে হবে কমেন্ট সেকশনে। আপনার সময় শুরু হল এখন থেকে। ভালোমতো ছবিটিকে লক্ষ্য করুন আর সঠিক উত্তরটি খুঁজে বার করার চেষ্টা করুন। ব্যাস আপনার সময় এখানেই শেষ।

যারা সঠিক সময়ের মধ্যে উত্তরটিকে খুঁজে বের করেছেন তাঁদের জানাই অভিনন্দন। আর যারা উত্তরটিকে খুঁজে বার করতে পারেননি তারা নিচের ছবিটিকে লক্ষ্য করুন। ছবিটির সাত নম্বর সারির ১৫ নম্বর স্তম্ভের লেখাটিকে লক্ষ্য করুন। সেখানে সঠিক উত্তরটি লুকিয়ে রয়েছে।

Related Articles