×

Optical Illusions: ছবিতে এতগুলি আপেলগুলোর মধ্যে আছে একটি নকল আপেল, রইল ৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

অপটিক্যাল ইলিশনের কিছু কিছু ছবি আছে সহজ, আবার এমন কিছু কিছু ছবি রয়েছে যেগুলো চোখে ও মাথায় ধাঁধা ধরিয়ে দেয়।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানা ধরনের ছবি ভাইরাল হতে দেখা যায়। এই ছবিগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলো অপটিক্যাল ইলিউশনের ছবি। এই ছবিগুলো সাধারণ দেখতে হলেও খুব একটা সাধারণ নয়। আপনার মস্তিষ্কে বিভ্রাট ঘটনোর জন্য অপটিক্যাল ইলিউশনের এই ছবিগুলি যথেষ্ট। অপটিক্যাল ইলিশনের কিছু কিছু ছবি আছে সহজ, আবার এমন কিছু কিছু ছবি রয়েছে যেগুলো চোখে ও মাথায় ধাঁধা ধরিয়ে দেয়। এই ছবিগুলো মূলত কোনো ব্যক্তির বুদ্ধি ও দৃষ্টির প্রখরতা যাচাই করতে ব্যবহার করা হয়। সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় আবারো একটি অপটিক্যালি ইল্যুশন এর ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

যে ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ছবিতে একসাথে ৪০ টি আপেল দেখা গিয়েছে। আপেল গুলিকে পরপর সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে। তবে এর মধ্যে একটি আপেল রয়েছে যেটা কিনা নকল। দর্শকদের সেই নকল আপেলটিকে খুঁজে বের করতে হবে। এর জন্য দর্শকদের ৭ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সাত সেকেন্ড সময়ের মধ্যে আপনি যদি নকল আপেলটি খুঁজে বের করতে পারেন তাহলে বুঝবেন আপনার দৃষ্টি শক্তি ও বুদ্ধি অত্যন্ত প্রখর।

এবার ছবিটি ভালো করে দেখুন। আপনার সময় এই মুহূর্ত থেকে শুরু হলো। খুব ভালোভাবে দেখে বলুন যে নকল আপেলটি খুঁজে পেয়েছেন কিনা। যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপেলটি খুঁজে পেয়ে যান তাহলে নিশ্চিত হয়ে যান আপনার বুদ্ধি ও দৃষ্টি শক্তির প্রখরতা নিয়ে।‌ কিন্তু যদি নকল আপেলটি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে না পেয়ে থাকেন তবে চিন্তার কোন কারণ নেই আমরা আপনাকে আপেলটি খুঁজে পেতে সাহায্য করবো। আপনারা যাতে সহজেই নকল আপেলটি খুঁজে পান তার জন্য এই প্রতিবেদনের নিচে একটি ছবি দেওয়া হল।

এই প্রতিবেদনের নিচে থাকা ছবিটি ভালোভাবে দেখুন নকল আপেলটি যেখানে রয়েছে সেখানে মার্ক করে দেওয়া আছে। ছবিটির মধ্যে দ্বিতীয় লাইনে সাত নম্বরে যে আপেলটি রয়েছে সেটি অন্যান্য আপেলে তুলনায় আকৃতিতে সামান্য ছোট। সেই কারণে বোঝাই যাচ্ছে যে এই আপেলটি আসল নয়। আশা করি এবার আপনারা নকল আতে সক্ষম হয়েছেন। এখন আমাদের কমেন্ট করে জানান আপনারা কিভাবে নকল আপেলটি খুঁজে পেয়েছেন। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজেই কি নকল আপেলটি খুঁজে পেয়েছেন? নাকি আমাদের এই প্রতিবেদন আপনাদের আপেলটি খুঁজে পেতে সাহায্য করেছে?

Related Articles