Optical Illusion: এই ছবিতে অনেকগুলি ‘M’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘N’, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
দাবি করা হয়েছে, ফটো ভর্তি একাধিক 'M'-এর মাঝেই 'N' লুকিয়ে রয়েছে। এবার উত্তরদাতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই 'N'-টিকে খুঁজে বের করতে হবে।

মানুষ হিসাবে অবসর সময় অতিবাহিত করার পদ্ধতি বিভিন্ন রকমের হয়। কেউ গান শুনে সময় কাটাতে পছন্দ করেন, আবার কেউ সিনেমা বা সিরিয়াল দেখে। পছন্দ অনুযায়ী অনেকে খেলাধুলা করার মাধ্যমেও সময় অতিবাহিত করেন। কারোর পছন্দ আউটডোর খেলাধুলা, আবার কারোর পছন্দ ইন্ডোর খেলা। এইখানেই বর্তমানে সময় কাটানোর এক নতুন পদ্ধতি অবলম্বন করছেন অনেকে। সেটি হল ধাঁধা সমাধান।
এই ধাঁধা সমাধান অনেকেরই পছন্দের বিষয় হয়ে উঠেছে। যার ফলে, ধাঁধা দেখলে উৎসাহের সঙ্গে তাঁরা সমাধান করতে ব্যস্ত হয়ে পড়েন এবং নির্ধারিত সময়ের মধ্যে অনেকে সমধানও করে ফেলেন। ধাঁধা সমাধান করলে শুধুমাত্র যে সুন্দরভাবে সময় অতিবাহিত করা যায়, তা নয়। এর মাধ্যমে স্মৃতি শক্তিও প্রখর করা যায়। এমনকি, ধাঁধা সমাধানের অভ্যাস ‘ডাইমেনশিয়া’ (Dimentia) ও ‘অ্যালজাইমার’ (Alzheimer) রোগের প্রাথমিক লক্ষণও প্রশমিত করতে সাহায্য করে, এটি রীতিমতো গবেষণায় প্রমাণিত হয়েছে।
ধাঁধা আবার মূলত দুই প্রকারের হয়। একটি হল শব্দ ধাঁধা ও অপরটি হল অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। সোশ্যাল মিডিয়া জুড়ে এই অপটিক্যাল ইলিউশনেরই রাজত্ব দেখা যায়। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিজেরা এটি সমাধান করতে ভালোবাসেন এবং একইসঙ্গে অন্যান্যদের সঙ্গে সেটি শেয়ারও করে থাকেন।
সম্প্রতি এমনই একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। ফটোটিতে অসংখ্য ‘M’ দেখতে পাওয়া যায়। দাবি করা হয়েছে, ফটো ভর্তি একাধিক ‘M’-এর মাঝেই ‘N’ লুকিয়ে রয়েছে। এবার উত্তরদাতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ‘N’-টিকে খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সময় দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। এবার দেখুন তো, নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেন কিনা!
খুঁজে পেলেন? না পেলেও কোনো ব্যাপার নয়। এই প্রতিবেদনে আপনার জন্য সমাধান পেশ করা হল।