Optical Illusion : ছবিতে এতগুলি ‘LAXURY’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘LUXURY’, রইল 5 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
অবসর সময় কাটানোর এক নতুন বিকল্প অপটিক্যাল ইলিউশন সমাধান।

Optical Illusion : অবসর সময় কাটানোর এক নতুন বিকল্প অপটিক্যাল ইলিউশন সমাধান। অবসর সময় অতিবাহিত করার জন্য অনেকেই গল্পের বই পড়েন। অনেকে আবার গান শোনেন। কেউ আবার অল্প সময়েই ইন্ডোর বা আউটডোর গেম খেলেন। তবে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের জীবনে আসার পর থেকে অবসর সময় কাটানোর জন্য ভিডিও দেখা ও মিম শেয়ার করার পাশাপাশি মানুষ অপটিক্যাল ইলিউশন সমাধান করতেও পছন্দ করছেন।
Optical Illusion :
অপটিক্যাল ইলিউশনগুলো (Optical Illusion) খুবই মনোযোগ সহকারে দেখতে হয়, নইলে সমাধান করা সম্ভব নয়। অপটিক্যাল ইলিউশন সমাধান করতে চাইলে উত্তরদাতার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকা বাধ্যতামূলক। একইসঙ্গে তাঁকে মনোযোগীও হতে হয়।
এখনে দেখুন : ছবিতে এতগুলি ‘222’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘202’, রইল 7 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
তবেই খুঁটিয়ে দেখার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারা যায়। উপরিলিখিত বৈশিষ্ট্যগুলো থাকলে অপটিক্যাল ইলিউশন সহজ হোক বা কঠিন খুব সহজেই সমাধান করা যায়।
Optical Illusion :
সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ফটোটির ব্যাকগ্রাউন্ড কাঁচা কলাপাতার মতো সবুজ রঙের পরিপূর্ণ। এই সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে পুরো ফটোজুড়ে শুধুই ‘LAXURY’ লেখা। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোথাও ‘LUXURY’ লেখা রয়েছে। ‘LUXURY’ শব্দটি খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ১৮ সেকেন্ড। এই অপটিক্যাল ইলিউশনটিকে দেখে সোজা মনে হলেও, কিন্তু তেমন সোজা মোটেই নয়। সমাধান করতে বললেই বুঝতে পারা যাবে। ভালো করে খুঁজে দেখুন তো, নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পান কিনা?
কী? খুঁজে পেলেন? খুঁজে না পেলেও কোনো ব্যাপার না। এই প্রতিবেদনে আপনার জন্য সমাধান দিয়ে দেওয়া হল।