Optical illusion : ছবিতে অনেকগুলি ‘LAGRE’ শব্দের মধ্যে লুকিয়ে আছে ১ টি ‘LARGE’ লেখা, খোঁজার জন্য রইলো ৭ সেকেন্ড সময়
উক্ত ফটোতে অসংখ্য 'LAGRE' লেখা থাকতে দেখা যায়। এর মধ্যেই কোনো একটি জায়গায় 'LARGE' লেখা থাকে।

আজকাল মানুষ বিভিন্নভাবে নিজের অবসর সময় অতিবাহিত করেন। মানুষ হিসাবে পছন্দ ভিন্ন হয়। আর এই কারণেই অবসর সময় কাটানোর পদ্ধতিও বিভিন্ন রকমের হয়। কেউ গান শুনে, কেউ ছবি এঁকে, কেউ গান করে, কেউ নাচ করে, কেউ সিনেমা দেখে, কেউ ধারাবাহিক দেখে, কেউ রান্না করে, আবার কেউ ঘর পরিষ্কার করে অবসর সময় কাটাতে পছন্দ করেন। এরই মধ্যে কিছু মানুষ আবার ধাঁধা সমাধান করেও সময় কাটাতে ভালোবাসেন।
কারোর নেশা থাকে শব্দ ধাঁধার সমাধান খোঁজায়, আবার কারোর ঝোঁক থাকে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সলভ করার দিকে। এই অপটিক্যাল ইলিউশন আবার সবাই সমাধান করতে পারেন না। খুব কম মানুষই আছেন, যারা এগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দেন। এইগুলো সমাধান করতে গেলে উত্তরদাতাকে নিঃসন্দেহে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মনোযোগী ও তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হতে হবে। তবেই গিয়ে হাজারও ভিড়ের মাঝে কয়েক সেকেন্ডের মধ্যে প্রশ্ন দাতার জবাব দিতে পারা যায় তথা ‘অপটিক্যাল ইলিউশন’ সমাধান করতে পারা যায়।
আপনি কি জানেন? কোনো ব্যক্তি যদি নিজের মস্তিস্ককে বিভিন্ন ধাঁধা সমাধানের মধ্যে ব্যস্ত রাখেন এবং তাঁর যদি ভবিষ্যতে ডিমেনশিয়া (Dimentia) বা অ্যালজাইমার (Alzheimer) রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাঁর উল্লিখিত রোগগুলির লক্ষণ প্রকাশে বিলম্ব হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো। গবেষণা অনুযায়ী, ধাঁধা সমাধান অ্যালজাইমার রোগীদের ব্রেন সেল নষ্ট হওয়ার পরিমাণ কমাতেও সাহায্য করতে পারে।
সোশ্যাল মিডিয়ায় নানান জিনিস ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি ফটো ভাইরাল হয়েছে, যা অপটিক্যাল ইলিউশন বলে দাবি করা হয়েছে। উক্ত ফটোতে অসংখ্য ‘LAGRE’ লেখা থাকতে দেখা যায়। এর মধ্যেই কোনো একটি জায়গায় ‘LARGE’ লেখা থাকে। এবার, আপনার কাজ হল ‘LAGRE’-এর মধ্যে ‘LARGE’ খুঁজে বের করা। দেখুন তো মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আপনি ‘LARGE’ খুঁজে বের করতে পারেন কিনা।
কী? পারলেন?
না খুঁজতে পারলে কোনো ব্যাপার না, নিম্নে সমাধান দেওয়া হল। দেখে নিন।