×

চোখের পরীক্ষা: ছবিতে অনেকগুলি ‘ENENY’ শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ১ টি ‘ENEMY’, রইলো ৭ সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ

ছবিটিতে লাইনের পর লাইন জুড়ে লেখা রয়েছে 'ENENY', তবে এক জায়গায় লেখা রয়েছে 'ENEMY'।

বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম বেশিরভাগ মানুষের কাছে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরণের ছবি-ভিডিও, বিশ্বের বিভিন্ন প্রান্তের খবরাখবর প্রভৃতি ভাইরাল হওয়ার পাশাপাশি নেটদুনিয়ায় নানা রকম ব্যতিক্রমী পোস্ট‌ও দেখতে পাওয়া যায়।

নেটদুনিয়ার এক অন্যতম ব্যতিক্রমী পোস্ট হ্যালুসিনেশন ইমেজ (Hallucination Image) বা অপটিক্যাল ইলিউশন ইমেজ (Optical Illusion Image)। এই ধরণের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চ্যালেঞ্জ করে পোস্ট করা হয়ে থাকে। হ্যালুসিনেশন ইমেজের ক্ষেত্রে চোখে ধাঁধা ধরিয়ে দেওয়া কোনো ছবি, ছবির মধ্যে থাকা নির্দিষ্ট কোনো স্থানে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চারপাশ দুলতে থাকা প্রভৃতি বিষয়বস্তু থাকে।

অপরদিকে, অপটিক্যাল ইলিউশন ইমেজ সরাসরি নেটিজেনদের দৃষ্টিশক্তির পরীক্ষা নেয়। কোনো ছবির মধ্যে থেকে নির্দিষ্ট কিছু খুঁজে বের করা, ছবির মধ্যে থাকা লেখা বুঝতে পারা প্রভৃতি নিয়ে তৈরি করা অপটিক্যাল ইলিউশন ইমেজ। তুখোড় দৃষ্টিশক্তি ও মনোযোগ থাকলে এই ক্ষেত্রে সফল হ‌ওয়া খুব একটা কঠিন নয়। সম্প্রতি আবার‌ও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক নতুন অপটিক্যাল ইলিউশন ইমেজ।

এই ছবিতে মূলত একাগ্রতার পরীক্ষা নেওয়া হয়েছে। ছবিতে একাধিক ইংরেজি শব্দের মধ্যে থেকে একটি নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। ছবিটিতে লাইনের পর লাইন জুড়ে লেখা রয়েছে ‘ENENY’, তবে এক জায়গায় লেখা রয়েছে ‘ENEMY’। প্রদত্ত চ্যালেঞ্জ অনুযায়ী ছবিটি দেখার ৬ সেকেন্ডের মধ্যে সঠিক ইংরেজি শব্দ অর্থাৎ ‘ENEMY’ বের করতে হবে। উপযুক্ত মনোযোগ ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ছাড়া যে এই শব্দ খুঁজে বের করা যাবে না তা বলাই বাহুল্য।

Related Articles