×

Optical Illusion : এই ছবিতে এতগুলি ‘S’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘e’, ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি লিজেন্ড

এই ধাঁধা সমাধানের একটি বিশেষ রূপ হচ্ছে 'অপটিক্যাল ইলিউশন' (Optical Illusion)।

Optical Illusion : বর্তমানে ধাঁধা সমাধান অবসর সময় কাটানোর অন্যতম বিকল্প হয়ে উঠেছে। সাধারণত মানুষ গান শুনে, নাচ করে, গল্পের বই পড়ে, রিসার্চ করে বা ঘুমিয়ে অবসর সময় কাটাতে পছন্দ করেন। তবে আজকাল এই তালিকাতেই স্থান পাকা করে নিয়েছে ধাঁধা সমাধান। বর্তমানে এই ধাঁধা সমাধানের খেলা এতই জনপ্রিয়তা লাভ করেছে যে, এটি সোশ্যাল মিডিয়ায় অন্যতম ভাইরাল বিষয়ে পরিণত হয়ে গেছে।

Optical Illusion Picture :

Optical Illusion

ধাঁধা সমাধান শুধুমাত্র খেলা রূপেই নয়, একাধিক রোগ প্রশমিত করার হাতিয়ার রূপেও ধরা দিয়েছে। নিয়মিতরূপে ধাঁধা সমাধান করতে থাকলে ‘ডিমেনশিয়া’ (Dementia) ও ‘অ্যালজা়ইমার’-এর মত রোগের প্রাথমিক লক্ষণের প্রভাব নিয়ন্ত্রণে রাখা যায়। এই ধাঁধা সমাধানের একটি বিশেষ রূপ হচ্ছে ‘অপটিক্যাল ইলিউশন’ (Optical Illusion)। অপটিক্যাল ইলিউশন মূলত ফটো বা ছবির মাধ্যমে সৃষ্টি করা এক ধাঁধা, যা উত্তরদাতা তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ও গভীর মনোযোগী হলে তবেই সমাধান করতে পারবেন।

Optical Illusion Picture :

Optical Illusion

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। সাদা রঙের ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট ফটো জুড়ে শুধুই লাল বর্ণের ‘S’ লিখে থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোনো একটি স্থানে ‘e’ লেখা আছে।

এখানে দেখুন : এতগুলি ‘BACK’ শব্দের মধ্যে আছে ১টি ‘PACK’ লেখা, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

এবার, উত্তরদাতার চোখ যদি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন হয় এবং তিনি যদি গভীর মনোযোগ দিয়ে সমাধান খুঁজে থাকেন তবেই নির্ধারিত সময়ের মধ্যে ‘e’ লেখা খুঁজে পাবেন। এক্ষেত্রে খোঁজার জন্য মাত্র ৭ সেকেন্ড দেওয়া হয়েছে। এবার, দেখুন তো আপনি নির্ধারিত সময়ের মধ্যে সমাধান খুঁজে পান কিনা?

Optical Illusion Solved Picture :

Optical Illusion

খুঁজে পেলেন? না খুঁজে পেলেও কোনো ব্যাপার না। এই প্রতিবেদনে আপনার জন্য সমাধান দিয়ে দেওয়া হল।

Related Articles