Optical Illusion : এতগুলি পান্ডার মধ্যে লুকিয়ে রয়েছে একটি কুকুর, রইল 5 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
ফটোটিতে অসংখ্য কিউট পান্ডা দেখতে পাওয়া যায়। তবে ওই সাদা ও কালো পান্ডার মধ্যেই একটি সারমেয় লুকিয়ে থাকতে দেখা যায়।

Optical Illusion : সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্নভাবে সময় কাটাতে পছন্দ করেন। হাতের পাঁচটা আঙুলের মতোই মানুষের স্বভাব প্রকৃতিও ভিন্ন রকমের হয়। ভিন্ন ভিন্ন ধরণের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে মানুষের পছন্দও একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কেউ গান শুনে, কেউ ভিডিও দেখে, আবার কেউ নানান রকমের ধাঁধা সমাধান করে নিজেদের অবসর সময় কাটাতে চান। জীবনের ভিন্ন ভিন্ন ধাপে মানুষ নিজের পছন্দের বিষয়টি খুঁজে নেয়। আর এই জন্যেই হয়তো কিছু মানুষের কাছে ধাঁধা খুবই বিরক্তির এবং কিছু মানুষের কাছে এই ধাঁধা সমাধানই প্রিয় কাজ হয়ে ওঠে।
Optical Illusion :
বর্তমানে এই ধাঁধা সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত বিষয় হয়ে উঠছে। কখনও শব্দ ধাঁধা, আবার কখনও ফটো ধাঁধা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। শব্দ ধাঁধার মধ্যে মূলত এক বা একাদিক বাক্যের মধ্যে কোনো অর্থ বা রহস্য লুকিয়ে থাকতে দেখা যায়। অপরদিকে, ফটো ধাঁধার মধ্যে একাধিক জিনিস, প্রাণী, নম্বর বা নকশার মধ্যে বিশেষ কিছু লুকিয়ে থাকতে দেখা যায়। এই লুকিয়ে থাকা বিষয়গুলো চোখের সামনেই থাকে। কিন্তু এমনভাবে লুকানো থাকে যে, সহজে নজরে পড়ে না। সময় নির্ধারণ করে দেওয়ার কারণে আরওই অল্প সময়ের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়।
এখানে পড়ুন : ছবিতে এতগুলি ‘222’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘202’, রইল 7 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
সম্প্রতি এমনই একটি ফটো ধাঁধা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফটোটিতে অসংখ্য কিউট পান্ডা দেখতে পাওয়া যায়। তবে ওই সাদা ও কালো পান্ডার মধ্যেই একটি সারমেয় লুকিয়ে থাকতে দেখা যায়। এবার, ৭ সেকেন্ডের মধ্যেই পান্ডার ভিড়ে সারমেয়টিকে খুঁজে বের করতে হয়। পান্ডার সংখ্যা এতই বেশি থাকে যে, ৯৯% মানুষই সারমেয়টিকে নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পান না। একবার দেখুন তো আপনি খুঁজে পেলেন নাকি?
Optical Illusion :
খুঁজে পেলেন? না পেলেও, কোনো ব্যাপার না। এই প্রতিবেদনে আমরা পেশ করেছি ধাঁধার সমাধানও। নিচের ছবিতে সারমেয়টিকে চিহ্নিত করে দেওয়া হল।