চোখের ধাঁধা: ছবিতে এতগুলি মাছের ছবির মধ্যে লুকিয়ে আছে একটি অন্যরকম মাছ, রইল ৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
মোট ৪২টি নীল রঙের হৃষ্টপুষ্ট মাছ দেখা যায় ফটোতে। দাবি করা হয়, এর মধ্যে একটি অন্য রকমের মাছ রয়েছে, যা বাকি ৪১টি মাছের থেকে দেখতে আলাদা।

বর্তমানে অবসর সময় কাটানোর এক দুর্দান্ত বিকল্প হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান। পাতি বাংলায় অপটিক্যাল ইলিউশন ‘দৃষ্টি ভ্রম’ নামে পরিচিত। পৃথিবীতে অনেক মানুষই আছেন যাঁদেরকে ‘নিজের চোখের সঙ্গে প্রতারণা’-এর খেলায় ব্যস্ত থাকতে ভালো লাগে। গান শোনা, সিনেমা দেখা, বই পড়া সবকিছু ছেড়ে দিয়ে তাঁদেরকে দৃষ্টি ভ্রমের খেলায় মত্ত থাকতে বেশ ভালো লাগে।
আপনাকে জানিয়ে রাখি, অপটিক্যাল ইলিউশন সমাধান শুধুমাত্র অবসর সময় কাটানোর খেলা নয়। এটি দৃষ্টি শক্তি পরীক্ষা করার ইন্সট্রুমেন্টও বলা যেতে পারে। কারণ, উত্তরদাতার তীক্ষ্ণ দৃষ্টি থাকা খুবই জরুরী। তবেই সমাধান সেকেন্ডের মধ্যে খুঁজে বের করা যাবে। এই বিশেষ বৈশিষ্ট্য থাকার পাশাপাশি আরও এক বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক উত্তরদাতার মধ্যে। সেটি হল মনোযোগ। সমাধান খোঁজার সময়ে উত্তরদাতাকে খুবই মনোযোগী হতে হয়। নইলে একটু অমনোযোগী হলেই সেকেন্ডের জন্য সমাধান অধরা থেকে যেতে পারে।
আজকাল এই অপটিক্যাল ইলিউশন সমাধানের ক্রেজ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও (Social Media)। সোশ্যাল মিডিয়া জুড়ে আজকাল অপটিক্যালের ইলিউশন (Optical Illusion) সমাধানের রাজত্ব দেখা যায়। সম্প্রতি এক অপটিক্যাল ইলিউশনযুক্ত ফটো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেল।
ভাইরাল ফটোটিতে ফটো জুড়ে শুধুমাত্র মাছের ছবি দেখতে পাওয়া যায়। গোলগোল চোখ বিশিষ্ট কমলা রঙের পাখনা ও লেজযুক্ত মোট ৪২টি নীল রঙের হৃষ্টপুষ্ট মাছ দেখা যায় ফটোতে। দাবি করা হয়, এর মধ্যে একটি অন্য রকমের মাছ রয়েছে, যা বাকি ৪১টি মাছের থেকে দেখতে আলাদা। এক্ষেত্রে সময় দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। অর্থাৎ ১০ সেকেন্ডের মধ্যে উত্তরদাতাকে ‘অন্যরকমের’ মাছটি খুঁজে বের করতে হবে। এবার দেখুন তো আপনি খুঁজে পান কিনা?
খুঁজে পেলেন? না পেলেও কোনো ব্যাপার নয়। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান পেশ করে দেওয়া হল।