Optical Illusion : ছবিতে অনেকগুলি ‘40’ শব্দের মধ্যে লুকিয়ে আছে ১ টি ‘90’, রইলো 5 সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ
গোটা ছবি জুড়েই সারিবদ্ধ ভাবে লেখা রয়েছে এই একই সংখ্যাটি। তবে অনেকগুলো "40" সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে একটি "90"।

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মজার মজার পোস্ট ভাইরাল হয়ে চলেছে। যেগুলোর মধ্যে বেশ কিছু মনোরঞ্জনমূলক ও বেশ কিছু শিক্ষামূলক। এই শিক্ষামূলক পোস্টগুলো সাধারণত হয়ে থাকে বিভিন্ন ধরনের ধাঁধা। যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এক কথায় এগুলোকে মস্তিষ্কের ব্যায়াম বললেও ভুল হবেনা। আপনি নিমিষেই এই পোস্টগুলোর মাধ্যমে নিজের বুদ্ধিমত্তার সঠিক বিশ্লেষণ করতে পারবেন। যার কারণে এই পোস্টগুলো সোশ্যাল মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করে।
এই শিক্ষামূলক ছবিগুলো আর পাঁচটা সাধারন ছবির চেয়ে অনেকটা ভিন্ন হয়। এগুলোকে ইংরেজিতে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)-ও বলা হয়। যা দৃষ্টিভ্রম করে সকলকে বিভ্রান্ত করে দেয়। এই ছবিগুলোর মধ্যে একই ধরনের অনেকগুলো প্রতীক বা বিষয় দেওয়া থাকে। আর সেখান থেকেই খুঁজে বার করতে হয় একটি ভিন্ন প্রতীক চিহ্নকে। কখনো কখনো এগুলোর সমাধান খুঁজতে রীতিমত কালঘাম ছুটে যায় প্রতিটি মানুষের। তবে এমন বহু বুদ্ধিমান মানুষ রয়েছেন যারা নিমেষেই এর উত্তর খুঁজে বার করেন। আপনিও কি তাঁদের তালিকায়? চলুন তাহলে একটু পরীক্ষা করে নেওয়া যাক।
সম্প্রতি সামাজিক মাধ্যমের পর্দায় ভাইরাল হয়েছে একটি নতুন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। যেখানে একটি ছবিতে রয়েছে বেশ কয়েকটি ইংরেজি হরফে লেখা “40”। গোটা ছবি জুড়েই সারিবদ্ধ ভাবে লেখা রয়েছে এই একই সংখ্যাটি। তবে অনেকগুলো “40” সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে একটি “90”। আর সেটাকেই খুঁজে বার করতে হবে আপনাকে। তবে এর উত্তর খুঁজে বার করার জন্য আপনার জন্য ধার্য করা হবে কেবলমাত্র ৮ সেকেন্ড সময়। এই ৮ সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে হবে সেই সংখ্যাটিকে।
চলুন তাহলে শুরু করা যাক। আপনার সময় শুরু হল এখন থেকে। ছবিটিকে ভালোমতো লক্ষ্য করুন এবং ভেতরে লুকিয়ে থাকা “90” সংখ্যাটিকে খুঁজে বার করুন। আপনার সময় শেষ হয়ে আসছে। ব্যাস এখানেই শেষ আপনার সময়। বরাদ্দ সময়ের মধ্যে যারা সঠিক উত্তরটি খুঁজে পেয়েছেন তাঁদের জানাই অসংখ্য অভিনন্দন। তবে যারা উত্তরটি খুঁজে বার করতে পারেননি তাঁদের জন্য রয়েছি আমরা। নিচে দেওয়া ছবিটিকে লক্ষ্য করুন সেখানে ৮ নম্বর লাইনের কিছুটা নিচের দিকে রয়েছে এই “90” সংখ্যাটি। যা একটি লাল বৃত্তের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। যদি সঠিক উত্তর খুঁজে বার করতে না পারেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা পরবর্তীতে আবারো হাজির হব এ ধরনের চ্যালেঞ্জ নিয়ে।