×

Optical Illusion : ছবিতে “848”-র মধ্যে লুকিয়ে আছে একটি “898”, খুঁজে বের করতে হবে 5 সেকেন্ডে

ব্যাকগ্রাউন্ড সম্পন্ন উক্ত ফটোতে চারিদিকে শুধুই '848' লেখা থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে, এর মধ্যেই এক জায়গায় লুকিয়ে আছে '898' সংখ্যা।

Optical Illusion : সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল হতে দেখা গেছে। এই মাধ্যমে কখনও ফটো ভাইরাল হতে দেখা যায়, তো কখনও ভিডিও। তবে আজকাল সোশ্যাল মিডিয়া জুড়ে নতুন একটি বিষয় তুমুল চর্চায় থাকতে দেখা গিয়েছে। বহু মানুষই সেই বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। ফলস্বরূপ বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় নিজের সাম্রাজ্য বিস্তার করতে দেখা গিয়েছে।

Optical Illusion Picture :

Optical Illusion

এখানে আলোচনা করা হচ্ছে অপটিক্যাল ইলিউশনকে নিয়ে। মিম, মজাদার ভিডিও, বিনোদনমূলক কন্টেন্ট প্রায়শই শেয়ার হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে এর মাঝেই আজকাল নেটিজেনদের অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটোও শেয়ার করতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। শেয়ারের পাশাপাশি এই অপটিক্যাল ইলিউশন সমাধান করারও হিড়িক দেখা গেছে। এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের কাছে অপটিক্যাল ইলিউশন সমাধান একপ্রকারের নেশায় পরিণত হয়ে গিয়েছে।

Optical Illusion Picture :

Optical Illusion

এই নেশা যদিও সর্বনাশা নয়। কারণ এই খেলার নেশায় মস্তিষ্কের দক্ষতা বৃদ্ধি পায় এবং বহু রোগ থেকেও লড়াই করায় ক্ষমতা পাওয়া যায়। এক গবেষণায় দাবি করা হয়েছে যে, নিয়মিত ধাঁধা সমাধানের অভ্যাসের মাধ্যমে ‘ডিমেনশিয়া’ (Dementia) ও ‘অ্যালজাইমার’ (Alzheimer) রোগের প্রাথমিক লক্ষণের প্রভাব প্রশমিত করা যায়। আর তাই অবসর সময়ে ধাঁধা সমাধানের খেলা ক্ষতিকর তো নয়ই, বরং লাভজনক।

এখানে দেখুন :  এতগুলি আপেলগুলোর মধ্যে আছে একটি নকল আপেল, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। গাঢ় ছাই রঙের ব্যাকগ্রাউন্ড সম্পন্ন উক্ত ফটোতে চারিদিকে শুধুই ‘848’ লেখা থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে, এর মধ্যেই এক জায়গায় লুকিয়ে আছে ‘898’ সংখ্যা। এই সংখ্যাটিকে খোঁজার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। এই সময়ের মধ্যে খুঁজে দিতে পারলেই আপনি এই খেলায় জয়ী হয়ে যাবেন। তবে মাত্র পাঁচ শতাংশ মানুষই এই খেলায় নির্ধারিত সময়ের মধ্যে উত্তর খুঁজে পেয়েছেন। এবার একবার দেখুন তো, আপনি খুঁজে পান কিনা?

Optical Illusion Picture :

Optical Illusion

খুঁজে পেলেন? খুঁজে না পেলেও কোনো ব্যাপার না। আপনার জন্য এই প্রতিবেদনে উত্তর দিয়ে দেওয়া হল।

Related Articles