Optical Illusion : ছবিতে এতগুলি ‘808’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘888’, রইল 7 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
হলুদ রঙের একটি পেজ জুড়ে সর্বত্রই '808' লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এরই মধ্যে কোনো এক জায়গায় '888' লেখা রয়েছে।

Optical Illusion : আপনি কি এর আগে কখনও অপটিক্যাল ইলিউশন সমাধান করেছেন? আপনি যদি এর আগে কখনও অপটিক্যাল ইলিউশনের সম্মুখীন না হয়ে থাকেন, তাহলে এইবার আপনি অপটিক্যাল ইলিউশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবেন। আপনি এখানে একটি অপটিক্যাল ইলিউশনও ( Optical Illusions) দেখতে পাবেন, যা সমাধান করতে বসে আপনার মস্তিষ্ককে বেশ ভালোই পরিশ্রম করতে হবে।
Optical Illusion Picture :
কিছু ফটো থাকে যেগুলো শুধুমাত্র দৃশ্যমান বস্তুর সমন্বয়ে তৈরি হয় না, কিছু লুক্কায়িত ছবির সমন্বয়েও প্রস্তুত করা হয়। এই ধরণের এক প্রকারের ফটোই হল অপটিক্যাল ইলিউশন। এই অপটিক্যাল ইলিউশনগুলো মোটেই সহজ হয় না। এগুলো মস্তিষ্কের ক্ষমতা ও চক্ষুর দৃষ্টিশক্তিকে একত্রে কাঠগড়ায় দাঁড় করায়। অপটিক্যাল ইলিউশন মূলত বিকৃতি ও অনিশ্চয়তার সংমিশ্রণে তৈরি।
এখানে দেখুন : এতগুলি ‘5’ নম্বরের মধ্যে আছে ১টি ‘3’ লেখা, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
হঠাৎ করে সাধারণভাবে তাকিয়ে আপনি মোটেই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারবেন না। অপটিক্যাল ইলিউশন সমাধান করতে চাইলে আপনাকে তীক্ষ্ম দৃষ্টিশক্তি সম্পন্ন গভীর মনোযোগী মানুষ হতে হবে।
Optical Illusion Picture :
অপটিক্যাল ইলিউশনে প্যাটার্ন থাকতে পারে, আবর্জনার চিত্র থাকতে পারে, কোনো প্রাণী বা ফুল-ফলের ছবিও থাকতে পারে। এমনকি অক্ষর বা নম্বরের উপস্থিতিতেও অপটিক্যাল ইলিউশন প্রস্তুত করা যেতে পারে। সম্প্রতি ভাইরাল হওয়া এক অপটিক্যাল ইলিউশনে শুধুই নম্বর দেখতে পাওয়া গেছে। হলুদ রঙের একটি পেজ জুড়ে সর্বত্রই ‘808’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এরই মধ্যে কোনো এক জায়গায় ‘888’ লেখা রয়েছে। এই নম্বরটি খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ১২ সেকেন্ড সময়। আপনি জানলে অবাক হবেন, মাত্র ৫% মানুষই এই অপটিক্যাল ইলিউশনটি সমাধান করতে পেরেছেন। দেখুন তো, আপনি পারেন নাকি?
খুঁজে পেলেন ‘888’? না পেলেও কোনো ব্যাপার না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধানটি পেশ করা হল।