×

Optical Illusion : এই ছবিতে এতগুলি ‘900’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘600’, রইল 5 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

এই তুঁতে রঙের ব্যাকগ্রাউন্ডের উপরেই পুরো ফটো জুড়ে '900' লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, '900'-এর ভিড়ের মাঝেই কোনো একটি স্থানে '600' লেখা রয়েছে।

Optical Illusion: জীবনে কখনও অপটিক্যাল ইলিউশন সমাধান করেছেন? সমাধান করে থাকলে অবশ্যই জানবেন, যে এক্ষেত্রে পেশীর পরিশ্রমের দরকার হয় না। পরিবর্তে দরকার হয় মস্তিষ্কের ও চোখের কসরতের। ধৈর্য, মনোযোগ, বুদ্ধি, বিচক্ষণতার সমন্বয়ে ধাঁধা সমাধান করা সম্ভব হয়। নতুনদের কাছে এটি বেশ চ্যালেঞ্জিং বিষয় মনে হলেও, যাঁরা নিয়মিত সমাধান করতে পছন্দ করেন তাঁদের কাছে এটি কোনো ব্যাপারই না।

অপটিক্যাল ইলিউশনে হঠাৎ করে খালি চোখে যা দেখতে পাওয়া যায়, প্রকৃতপক্ষে শুধুমাত্র তা কোনো মতেই হয় না। এর মধ্যে সাধারণত কিছু না কিছু লুকানো থাকেই। এক্ষেত্রে সমাধান করতে গিয়ে মস্তিষ্কে রীতিমতো যুদ্ধের আবহ তৈরি হয়। কিন্তু অবশেষে অনেক চেষ্টার পরে মস্তিষ্ক ও চক্ষুর সমন্বয়ে অপটিক্যাল ইলিউশন সমাধান করা সম্ভব হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভাইরাল হয়েছে। ফটোটির ব্যাকগ্রাউন্ড মূলত এক রঙেই তৈরি। পুরো ব্যাকগ্রাউন্ডটিই তুঁতে রঙে আবৃত। এই তুঁতে রঙের ব্যাকগ্রাউন্ডের উপরেই পুরো ফটো জুড়ে ‘900’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, ‘900’-এর ভিড়ের মাঝেই কোনো একটি স্থানে ‘600’ লেখা রয়েছে। উল্লেখ্য, ‘900’-এর ভিড়ের মাঝে ‘600’-কে এমনই চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা হয়েছে যে, এটি সহজে খুঁজে পাওয়া মুশকিল। ‘600’ খোঁজার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। খুব কম মানুষই আছেন যাঁরা উত্তরটি মাত্র ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পেরেছেন। এবার একবার চেষ্টা করে দেখুন তো, আপনি খুঁজে পান কিনা?

খুঁজে পেলেন? খুঁজে না পেলেও কোনো ব্যাপার নয়। এই প্রতিবেদনে আপনার জন্য সমাধান পেশ করা হল।

Related Articles