Optical Illusions: ছবিতে এতগুলি ‘8’ শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ১ টি ‘6’, রইলো 5 সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ
ছবিটিতে 8 এর মাঝে লুকিয়ে রয়েছে একটি "6" সংখ্যা। এর উত্তর খুঁজে বের করার জন্য আপনি পাবেন কেবলমাত্র ১০ সেকেন্ড সময়।

অপটিক্যাল ইল্যুশন চ্যালেঞ্জ (Optical Illusion Challenge) বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। এটি মূলত এক ধরনের খেলা। আর এই খেলাটি একবার চোখে পরলে তা এড়িয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে পরে। আজকাল প্রায় এধরনের অপটিক্যাল ইল্যুশন চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। যা প্রতিটি মানুষের মনকে বিভ্রান্ত করে। এই ছবিগুলো দেখার পর মনে হয় যা দেখছেন তা সত্যি, কিন্তু আদতে তা মোটেও হয় না। সম্প্রতি সেরকমই একটি নতুন অপটিক্যাল ইল্যুশন চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া অপটিক্যাল ইল্যুশন চ্যালেঞ্জের ছবিটিতে দেখা যাচ্ছে সেখানে বেশ কয়েকটি “8” নম্বর লুকিয়ে রয়েছে। আর এখান থেকেই খুঁজে বের করতে হবে উত্তর। আসলে ছবিটিতে 8 এর মাঝে লুকিয়ে রয়েছে একটি “6” সংখ্যা। এর উত্তর খুঁজে বের করার জন্য আপনি পাবেন কেবলমাত্র ১০ সেকেন্ড সময়। এই ১০ সেকেন্ডের মধ্যেই আপনাকে খুঁজে বার করতে হবে এর সঠিক উত্তর। যদি সঠিক সময়ের মধ্যে আপনি এর উত্তর খুঁজে বের করেন তাহলে ধরা হবে আপনার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর।
আসলে ভালোভাবে পর্যবেক্ষণ ছাড়া এর উত্তর খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই ছবিটিকে ভালোমতো লক্ষ্য করুন। আপনার সময় শুরু হল এখন থেকে। ছবিটিকে ভালো মতো লক্ষ করুন আর সঠিক উত্তর বার করুন। কি খুঁজে পেয়েছেন কি? যদি সঠিক সময়ের মধ্যে এর উত্তর খুঁজে বার করেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অভিনন্দন। আর যদি উত্তর খুঁজে বার করতে না পারেন তাহলে তারও উপায় বলে দিচ্ছি আমরা।
নিচে দেওয়া ছবিটিকে ভালোমতো লক্ষ্য করুন। সেখানে লুকিয়ে রয়েছে এই ধাঁধার সঠিক উত্তর। নিচের দেওয়া ছবিটিতে লাল রঙের সাহায্যে “6” সংখ্যাটিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
কি পুরো চমকে গেলেন তো। কিন্তু ১০ সেকেন্ডের মধ্যে যদি আপনি এর সঠিক উত্তর খুঁজে বের করতে পারেন তাহলে আপনি একজন সুপার জিনিয়াস। তাই আজকের মত বিদায় নিচ্ছি এখানেই এরপর আবারো আপনাদের কাছে হাজির হবো এ ধরনের আরো বহু অপটিক্যাল ইল্যুশন চ্যালেঞ্জ নিয়ে।