Optical Illusion:এই ছবিতে এতগুলি ‘208’ এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘280’ , রইল ৫ সেকেন্ড খুঁজে বের করার চ্যালেঞ্জ
পুরো ফটো জুড়ে '২০৮' লিখে থাকতে দেখা গেছে। সংখ্যাটি যদিও ইংরেজি ভাষায় লেখা থাকতে দেখা যায়।

পূর্বে যখন মোবাইল ফোন ও নেটের যুগ শুরু হয়নি, তখন সময় কাটানোর জন্য সাধারণ মানুষ বিভিন্ন ধরণের উপায় বের করতো। বর্তমানে সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত স্পিড সম্পন্ন নেটের রিচার্জ প্যাক লঞ্চের পর থেকে মানুষের চাহিদার পরিবর্তন ঘটেছে। আগের তুলনায় সাধারণ মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) ব্যবহার করেই সময় কাটাতে পছন্দ করেন। কেউ বিনোদনকে হাতিয়ার করেন নেন, আবার কাউকে ধাঁধা সমাধান করে সময় অতিবাহিত করতে দেখা যায়।
ধাঁধা অনেক রকমের হয়। কোনোটা শব্দ ধাঁধা হয়, আবার কোনোটা হয় ফটো সংক্রান্ত ধাঁধা। শব্দ ধাঁধায় কোনো বার্তার মধ্যে সাধারণত এক বিশেষ অর্থ লুকিয়ে রাখতে দেখা যায়। অর্থ খুঁজে বের করাটাই হচ্ছে শব্দ ধাঁধার খেলা। অপরদিকে ডিজিটাল যুগে বেশ জনপ্রিয়তা পেয়েছে ফটো সংক্রান্ত ধাঁধা। এই প্রকৃতির ধাঁধায় ফটোতে সাধারণত কোনো একটি বস্তু, প্রাণী বা অদ্ভুত কিছু লুকানো থাকে। সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বের করতে পারলেই কেল্লাফতে।
সম্প্রতি এমনই একটি ধাঁধা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধাঁধাটিতে পুরো ফটো জুড়ে ‘২০৮’ লিখে থাকতে দেখা গেছে। সংখ্যাটি যদিও ইংরেজি ভাষায় লেখা থাকতে দেখা যায়। এবার, অসংখ্য ‘২০৮’-এর মাঝেই ইংরেজি ভাষায় একটি মাত্র ‘২৮০’ লেখা থাকে। এটিই মূলত খুঁজে বের করতে হয়। খুব ভালো করে কিন্তু খুঁটিয়ে দেখতে হবে, নইলে চোখের সামনে দিয়ে পেরিয়ে গেলেও ধরা দেবে না ‘২৮০’।
উল্লেখ্য, অসংখ্য ‘২০৮’-এর মাঝে ‘২৮০’ খোঁজার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে ‘২৮০’ খুঁজে বের করতে হবে। সবাই কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিতে পারেন না। মাত্র ৫ শতাংশ মানুষই সফলভাবে ১০ সেকেন্ডের মধ্যে ‘২৮০’ খুঁজে বের করতে পারেন। আপনি যদি এখনও খুঁজে বের করতে না পারেন, আপনার জন্য দিয়ে দেওয়া হল সমাধান।