Optical Illusion : ছবিতে এতগুলি ‘222’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘202’, রইল 7 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
এই অপটিক্যাল ইলিউশন বাংলায় এককথায় দৃষ্টিভ্রম নামে পরিচিত। এক্ষেত্রে কোনো ফটো বা ছবিতে কোনো জিনিসপত্র, নম্বর বা অক্ষর প্রভৃতি লুকিয়ে রাখা থাকে।

Optical Illusion : স্বভাব ও প্রকৃতি অনুযায়ী নানান ধরণের মানুষ এই পৃথিবীতে রয়েছেন। কারোর আউটডোর গেম খেলতে ভালো লাগে, আবার কারোর ইন্ডোর গেম। অবসর সময়ে কারোর গান শুনতে ভালো লাগে, তো কারোর গল্পের বই পড়তে ভালো লাগে। কেউ সিনেমা দেখতে ভালোবাসেন, তো কারোর কাছে জ্ঞান আহরণ ও নিত্য নতুন জিনিস শেখাই অবসর সময় কাটানোর উপায়। এই তালিকাতেই বর্তমানে যোগ দিয়েছে ধাঁধা সমাধান।
Optical Illusion Picture :
পূর্বে শব্দ ধাঁধা সমাধানের আলাদাই নেশা ছিল মানুষের। বিভিন্ন উপন্যাসে এর উল্লেখও পাওয়া যায়। তারপরে শুরু হল উন্নত প্রযুক্তির যুগ। সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে আসার পর থেকে ধাঁধার আরেক রূপ চর্চায় থাকতে দেখা যায়। এটি হল অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এই অপটিক্যাল ইলিউশন বাংলায় এককথায় দৃষ্টিভ্রম নামে পরিচিত। এক্ষেত্রে কোনো ফটো বা ছবিতে কোনো জিনিসপত্র, নম্বর বা অক্ষর প্রভৃতি লুকিয়ে রাখা থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরদাতাকে সেই উত্তর খুঁজে বের করতে হয়।
Optical Illusion Picture :
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। ফটোটির ব্যাকগ্রাউন্ড ঘন কালো রঙের। এই ফটোজুড়ে সর্বত্রই ‘222’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোথাও ‘202’ লেখা রয়েছে। এক্ষেত্রে ‘202’ খোঁজার জন্য দেওয়া উত্তরদাতাকে সময় দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। মাত্র ৫ শতাংশ মানুষই আছেন, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তর খুঁজে পেয়েছেন। দেখুন তো আপনি ১০ সেকেন্ডের মধ্যে ‘202’ খুঁজে পান কিনা?
এখানে দেখুন : ছবিতে এতগুলি ‘0704’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘0104’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
খুঁজে পেলেন? না খুঁজে পেলেও কোনো ব্যাপার না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হল।