Optical Illusion : ছবিতে এতগুলি ‘0704’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘0104’, রইল 10 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
এই রঙিন ব্যাকগ্রাউন্ডের উপরেই সমগ্র ফটো জুড়ে '0704' লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে এর মধ্যে কোথাও '0104' লেখা রয়েছে।

আপনি কি কখনও ধাঁধা সমাধান করেছেন? উত্তর যদি না হয়, আপনাকে আজ নিয়ে যাবো ধাঁধা সমাধানের জগতের এক অজানা সফরে। এই সফরের মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন, ধাঁধার উপকরণ, ধাঁধার উপকারিতা ও ধাঁধার প্রকারভেদ সম্পর্কে। উপরিলিখিত প্রশ্নের উত্তর অনেকেরই হ্যাঁ হতে পারে। তবে এই মানুষগুলোর মধ্যে অনেকেই জানেন না যে তাঁরা ধাঁধা সমাধানের মাধ্যমে শুধুমাত্র অবসর সময় অতিবাহিত করেন না, মস্তিষ্কের ব্যায়ামও সেরে ফেলেন। নিয়মিত ধাঁধা সমাধানের অভ্যাস স্মৃতিজনিত রোগের প্রাথমিক লক্ষণের প্রভাব প্রশমিত করতে পারে।
Optical Illusion Picture :
পূর্বে ধাঁধার উপন্যাসে শব্দ ধাঁধার প্রচলন থাকলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে যাওয়ায় ধাঁধার আরেকরূপ ট্রেন্ডিংয়ে রয়েছে। এটির নাম হল ‘অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এই অপটিক্যাল ইলিউশনে মূলত সাধারণ মানুষ, ঘরবাড়ি, অক্ষর, নম্বর, ফুল, ফল এগুলোই উপকরণরূপে থাকে। এক্ষেত্রে খুবই সাধারণত ফটোর মাঝে অসাধারণভাব লুকিয়ে থাকা সাধারণ জিনিস খুঁজে বের করাই হচ্ছে উত্তরদাতার কাজ।
এখানে পড়ুন : চোখ পরীক্ষা: ছবিতে এতগুলি ‘M’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘N’, রইল ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
Optical Illusion Picture :
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশন সম্পন্ন একটি ফটো ভাইরাল হয়েছে। পুরো ফটোর ব্যাকগ্রাউন্ড গোলাপি, হলুদ ও সবুজ রঙের মিশ্রণে প্রস্তুত। এই রঙিন ব্যাকগ্রাউন্ডের উপরেই সমগ্র ফটো জুড়ে ‘0704’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে এর মধ্যে কোথাও ‘0104’ লেখা রয়েছে। এটি খোঁজার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে মাত্র ৫ শতাংশ মানুষই উত্তর খুঁজে পেয়েছেন। এর কারণও রয়েছে। উত্তরদাতা তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী ও গভীর মনোযোগী ব্যক্তি হলে, তবেই নির্ধারিত সময়ের মধ্যে উত্তর খোঁজ সম্ভব। এবার দেখুন তো আপনি খুঁজে পান কিনা?
কী খুঁজে পেলেন? খুঁজে না পেলেও কোনো ব্যাপার না। এই প্রতিবেদনে আপনার জন্য সমাধান পেশ করা হল।