×

Optical Illusion : ফটো জুড়ে এতগুলি ‘W’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘V’, 5 সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

ফটো জুড়ে শুধুই 'W' লেখা দেখতে পাওয়া যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোথাও 'V' লেখা রয়েছে। 'V' খোঁজার জন্য সময়ে দেওয়া হয়েছে মাত্র '১০' সেকেন্ড।

Optical Illusion :  অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা বর্তনানে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। এই খেলায় দৌড়ঝাঁপ করতে হয় না, লাফালাফি করতে হয় না। এতে কোনো প্রতিদ্বন্দ্বীরও প্রয়োজন নেই। নিজেই খেলা যায়। এখানে মূলত প্রতিদ্বন্দ্বী হন উত্তরদাতা নিজেই। এক্ষেত্রে খেলার উপকরণ কোনো কঠিন বস্তু নয়, স্ক্রিনে দেখতে পাওয়া ছবি, অক্ষর বা নম্বর হয়।

Optical Illusion

এই অক্ষর বা নম্বর সঠিক সময়ে খুঁজে বের করতে পারলেই উত্তরদাতা খেলায় জয়ী হতে পারেন। প্রত্যেক খেলার মতো এরও বিশেষ কিছু দাবি আছে। এক্ষেত্রে খেলোয়াড়কে তীক্ষ্ণ দৃষ্টি শক্তির অধিকারী ও মনোযোগী প্রকৃতির হতে হয়। নইলে সেকেন্ডের মধ্যে যে কখন উত্তরটি উত্তরদাতার চোখকে ফাঁকি দিয়ে দেবে, বুঝতেও পারা যাবে না।

Optical Illusion :  চোখ পরীক্ষা: ছবিতে এতগুলি ‘M’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘N’, রইল ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

Optical Illusion

এই অপটিক্যাল ইলিউশনের খেলায় শুধুমাত্র যে অবসর সময় অতিবাহিত হয়, তা নয়। এই খেলায় অংশগ্রহণ করলে উত্তরদাতার স্বাস্থ্যেরও উন্নতি ঘটে তথা একাধিক ব্যাধির সম্ভাব্য প্রভাব নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়মিতরূপে এই অপটিক্যাল ইলিউশন সমাধানের খেলায় নিজেকে নিয়োজিত করলে ‘অ্যালজাইমার’ (Alzheimer) ও ‘ডিমেনশিয়া’ (Dementia)-এর মতো রোগের প্রাথমিক প্রভাব প্রশমিত করা যায়।

Optical Illusion :

Optical Illusion

সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভাইরাল হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। পুরো ফটোটির ব্যাকগ্রাউন্ড ছাই রঙে ভরা। সমগ্র ফটো জুড়ে শুধুই ‘W’ লেখা দেখতে পাওয়া যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোথাও ‘V’ লেখা রয়েছে। ‘V’ খোঁজার জন্য সময়ে দেওয়া হয়েছে মাত্র ‘১০’ সেকেন্ড। এই সময়ের মধ্যে খুঁজে দিতে পারলে তবেই উত্তরদাতা জয়ী হবেন। মাত্র ৫ শতাংশ মানুষ এই ধাঁধাটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে পেরেছেন। দেখুন তো আপনি পারেন নাকি?

কী? ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেন ‘V’? না পেলেও কোনো ব্যাপার না, আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হল।
Optical Illusion

Related Articles