Optical Illusion : এই ছবিতে এতগুলি ‘W’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘M’, রইল 5 সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
বর্তমানে এই উন্নত প্রযুক্তির যুগে শব্দ ধাঁধার সেই স্থান কেড়ে নিয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।

Optical Illusion : ধাঁধা সমাধান বর্তমানে ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) আজকাল বহু মানুষকেই ধাঁধা সমাধানে ব্যস্ত থাকতে দেখা গেছে। জানিয়ে রাখি, এটি শুধুমাত্র অবসর সময় অতিবাহিত করার মজার খেলাই নয়, মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি করার অস্ত্রও। সোশ্যাল মিডিয়ায় সহজ ও কঠিন বিভিন্ন রকমের ধাঁধা দেখতে পাওয়া যায়। ধাঁধাপ্রেমী মানুষেরা খুব সহজেই সমস্ত রকমের ধাঁধা বিনা বাধায় সমাধান করে ফেলেন।
Optical Illusion Picture :
সোশ্যাল মিডিয়া পূর্ব সময়ে শব্দ ধাঁধার প্রচলন বেশি ছিল। এই ধাঁধা তখন মুখে বলে বা খাতায় লিখিত অবস্থায় সমাধান করতে বলা হতো। বর্তমানে এই উন্নত প্রযুক্তির যুগে শব্দ ধাঁধার সেই স্থান কেড়ে নিয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এই অপটিক্যাল ইলিউশন আসলে ধাঁধারই এক বিশেষ রূপ। বর্তমানে অপটিক্যাল ইলিউশন সমাধান সাধারণত ফোনের স্ক্রিনেই করতে দেখা যায়, এটি মুখে বলে করা যায় না। মুঠোফোনে এক ক্লিকেই মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুলতে পারে। আর সেই প্ল্যাটফর্মেই আজকাল অপটিক্যাল ইলিউশন ভাইরাল হতে দেখা যাচ্ছে।
এখানে দেখুন : ছবিতে এতগুলি ‘W’ এর মধ্যে লুকিয়ে আছে একটি ‘V’, রইল ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
Optical Illusion Picture :
সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন সম্পন্ন ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফটোটি পুরোই ছাই রঙে ঢাকা। এই ফটোজুড়ে সর্বত্রই ‘W’ লেখা থাকতে দেখা গেছে। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোনো একটা জায়গায় ‘M’ লেখা রয়েছে। এবার সেই ‘M’ খুঁজতেই ব্যস্ত হতে দেখা গেছে সবাইকে। এক্ষেত্রে যদিও সবাই সঠিক সময়ের মধ্যে উত্তর খুঁজে পাননি। কারণ, ‘M’ খোঁজার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৮ সেকেন্ড। এত কম সময়ের মধ্যে মাত্র ৫% মানুষই ‘M’ খুঁজে পেয়েছেন। দেখুন তো আপনি খুঁজে পান কিনা!
Optical Illusion Picture :
খুঁজে পেলেন ‘M’? না পেলেও কোনো ব্যাপার না। এই প্রতিবেদনে আপনার জন্য সমাধান হাজির করা হল।