×

চোখের ধাঁধা: এতগুলি লোকের মধ্যে একজন আলাদা, ১১ সেকেন্ডে খুঁজে বের করলেই আপনি জিনিয়াস

বর্তমানে এই অপটিক্যাল ইলিউশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিষয়ে পরিণত হয়েছে।

ধাঁধা (Riddle) সমাধান বর্তমানে অবসর সময় কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অবসর সময়ে কিছু মানুষের যেখানে গান গাওয়া, গান শোনা, নাচ করা, অঙ্কন করা, সিনেমা দেখা, ধারাবাহিক দেখা পছন্দের তালিকায় পড়ে। সেখানে কিছু মানুষ আবার ধাঁধা সমাধান করার মাধ্যমে অবসর সময় কাটাতে পছন্দ করেন। তবে আপনি জানেন কি? ধাঁধা সমাধান করার মাধ্যমে যে শুধুমাত্র অবসর সময় অতিবাহিত করা যায় তা নয়, ‘ডাইমেনশিয়া’ (Dimentia) ও ‘অ্যালমাইজার’ (Alzheimer)-এর মতো দুরারোগ্য ব্যাধির প্রাথমিক প্রভাবও প্রশমিত করা যায়।

ধাঁধা বিভিন্ন রকমের হয়। এর উপকরণ মূলত জীবনের সাধারণ বস্তুই থাকে। মানুষ, গাছপালা, নম্বর, জিনিসপত্র, জীবজন্তু এইসব নিয়েই ধাঁধার সৃষ্টি। কেউ শব্দ ধাঁধা সমাধান করতে ভালবাসেন, আবার কেউ ‘অপটিক্যাল ইলিউশন’ সমাধান করার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেন।

শব্দ ধাঁধা সমাধানের ক্ষেত্রে যেমন তীক্ষ্ণ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, শব্দ জ্ঞান থাকা প্রয়োজন। তেমনই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধানের জন্য আবার উত্তরদাতাকে তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হওয়া প্রয়োজন। তবেই প্রদত্ত সময়ের মধ্যে তা সমাধান করা সম্ভব হবে।

বর্তমানে এই অপটিক্যাল ইলিউশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিষয়ে পরিণত হয়েছে। সম্প্রতি এক অপটিক্যাল ইলিউশন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে চর্চার বিষয় হয়ে উঠেছে। অপটিক্যাল ইলিউশনটিতে মূলত নীল রঙের ব্যাকগ্রাউন্ডের উপরে একাধিক মানুষের কার্টুন ছবি দেখা যায়। এই ২১টি কার্টুন ছবির মধ্যেই একটি কার্টুন ছবি একটু আলাদা রকমের আছে বলে দাবি করা হয়েছে।

সেটি খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ২১ সেকেন্ড। ভিন্ন রকমের কার্টুন ছবিটিকেই নির্ধারিত সময়ের মধ্যেই খুঁজে বের করতে হবে। গবেষণা অনুযায়ী, মাত্র ৫% মানুষ এই অপটিক্যাল ইলিউশনটি সমাধান করতে পেরেছেন। একবার দেখুন তো আপনি পারেন নাকি?

কী? খুঁজে পেলেন? না পেলেও কোনো ব্যাপার না। নিম্নে আপনার জন্য সমাধান পেশ করা হল।

Related Articles