Optical illusions : ছবিতে এতগুলি ‘553′ সংখ্যার মাঝে লুকিয়ে আছে একটি ‘555′, রইল ৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
ছবিতে ছাই রঙের '553' লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোথাও '555' লুকিয়ে রয়েছে।

Optical illusions : ধাঁধা সমাধান বর্তমানে অবসর সময় কাটানোর অন্যতম বিকল্প হয়ে উঠেছে। এই বিকল্প দিনের পর দিন বেশ জনপ্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে। কেউ শব্দ ধাঁধা সমাধান করতে পছন্দ করেন, আবার কারোর অপটিক্যাল ইলিউশন সমাধানের দিকেই ঝোঁক বেশি। পূর্বে শব্দ ধাঁধা একটু বেশিই ট্রেন্ডিংয়ে ছিল। তবে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে অপটিক্যাল ইলিউশন সমাধান করার প্রবণতা আগের তুলনায় বাড়তে দেখা গেছে।
Optical illusions :
শব্দ ধাঁধার উপকরণ খুবই সাধারণ বস্তু হতে পারে। গাছপালা, মানুষজন, ঘরবাড়ি, ইট-পাথর, জীবজন্তু প্রভৃতি। এটি সমাধান করার জন্য তীক্ষ্ণ বুদ্ধি, শব্দ জ্ঞান, উপস্থিত বুদ্ধি থাকা বাধ্যতামূলক। তবেই গিয়ে শব্দের ভাঁজে লুকিয়ে থাকা উত্তর খুঁজে পাওয়া যায়। অপটিক্যাল ইলিউশনে আবার চাহিদা একটু আলাদা। এক্ষেত্রে উত্তরদাতাকে তীক্ষ্ণ দৃষ্টি শক্তির অধিকারী হতে হয়। একইসঙ্গে গভীর মনোযোগীও হতে হয়। নইলে ছবি বা ফটোর মধ্যে লুকিয়ে থাকা সমাধান নির্ধারিত সময়ের মধ্যে কোনোভাবেই খোঁজা সম্ভব নয়।
Optical illusions :
অপটিক্যাল ইলিউশনযুক্ত (Optical Illusion) ফটো একদম সাধারণ কোনো ফটো হতে পারে, যেখানে আবর্জনা বা বাড়িঘরের ছবি থাকতে পারে। আবার কোনোটাতে প্যাটার্ন, কোনোটাতে নম্বর, কোনোটাতে অক্ষর দেওয়া থাকতে পারে। সবমিলিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান খোঁজাই হচ্ছে উত্তরদাতার কাজ। সম্প্রতি নম্বর সমন্বিত একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে ছাই রঙের ‘553’ লেখা থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে, এর মধ্যেই কোথাও ‘555’ লুকিয়ে রয়েছে। এক্ষেত্রে সংখ্যাটি খোঁজার জন্য মাত্র ১০ সেকেন্ড দেওয়া হয়েছে। মাত্র ৫% মানুষই এটি নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পেয়েছেন। দেখুন তো আপনি পারেন নাকি?
কী? খুঁজে পেলেন? না পেলেও কোনো ব্যাপার না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হল।