আধুনিকতায় ভরপুর নতুন গাড়ি কিনলেন নীতা আম্বানি’র, দাম শুনলে চোখ উঠবে কপালে
মুকেশ আম্বানি (Mukesh Ambani) খবরের শিরোনাম যতটা না থাকেন তার থেকেও বেশি খবরে থাকেন তার স্ত্রীর নিতা আম্বানি (Nita Ambani)।

বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) খবরের শিরোনাম যতটা না থাকেন তার থেকেও বেশি খবরে থাকেন তার স্ত্রীর নিতা আম্বানি (Nita Ambani)। গোটা বিশ্ব এক নামে চেনে মুকেশ আম্বানি অনিতা আম্বানি কে। বিলাশ বহুল জীবনযাত্রার কারণে মূলত নিতা আম্বানি সর্বদা খবরের শিরোনামে থাকেন। নীতা আম্বানি সকালে যে চা পান করে সেটা থেকে শুরু করে তার হাতের মোবাইল, ব্যাগ, জুতো, এমনকি প্রাইভেট জেট সবকিছুই নজর কাড়ে সাধারণ মানুষের।
মানুষ হিসেবে খুবই সৌখিন নিতা আম্বানি। নিতা আম্বানির গাড়ির সংগ্রহ বেশ আকর্ষণীয়। নিতা আম্বানির গ্যারেজে রয়েছে নামিদামি কোম্পানির গাড়ি। সম্প্রতি তিনি তার সংগ্রহে আরও একটি গাড়ি যুক্ত করেছেন। গাড়িটির দাম শুনলে অবাক হবেন আপনি। নিতা আম্বানির গাড়ির সংগ্রহের তালিকায় নতুন যে গাড়িটি যুক্ত করেছেন সেটির দাম ১০০ কোটি টাকা।
নতুন গাড়ি কেনার কারণে আবারো নিতা আম্বানি খবরে শিরোনামে এসেছেন। নীতা আম্বানির বাড়ির অধিকাংশ জিনিসই সোনা দিয়ে ঢাকা। তার কাছে পেড্রো গার্সিয়া, জিমি চু, পেলমোডা, মেরলিনের মতো বিশ্বের সবচেয়ে সুন্দর ব্র্যান্ডের জুতা রয়েছে। এছাড়া নীতা আম্বানি যে ফোনটি ব্যবহার করেন সেটি ২৪ ক্যারেট গোল্ড প্লেটেড। নামিদামি গাড়ি ব্যবহারে করার জন্য নিতা আম্বানি গাড়ি প্রেমীদের কাছে খুবই প্রিয়। নিতা আম্বানি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিলেন যখন তিনি একটি অডি A9 চামেলিওন কিনেছিলেন।
সম্প্রতি যে নতুন গাড়িটি নিতা আম্বানি কিনেছেন এটি কোম্পানির একটি বিশেষ সংস্করণের গাড়ি। এই গাড়ির মাত্র কয়েক ইউনিট বাজারে এসেছে। এই গাড়িটি ভারতে পাওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিতা আম্বানির জন্য স্পেশালি আনানো হয়েছে এই গাড়িটি। আমেরিকায় এই গাড়িটির দাম ৯০ কোটি টাকা। এই গাড়িটি ভারতে আমদানির পর এর মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটিরও বেশি। নিতা আম্বানি বাড়ি থেকে অফিস আসার জন্য এই স্পেশাল গাড়িটি কিনেছেন।