কুমিরের চামড়া দিয়ে তৈরি নীতা অম্বানীর এই ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে
মুকেশ আম্বানির সূত্রে তাঁর স্ত্রী নীতা আম্বানিও (Nita Ambani) সুপরিচিত।

মুকেশ আম্বানি (Mukesh Ambani) ভারতবর্ষের প্রথম সারির ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ও সবথেকে উল্লেখযোগ্য একজন। রিলায়েন্স ইন্ড্রাস্টির কর্ণধার মুকেশের ব্যবসার পাশাপাশি তাঁর পরিবারের চরম বিলাসবহুল জীবনযাপনও তাঁদের বারেবারেই খবরের শিরোনামে নিয়ে আসে। মুকেশ আম্বানির সূত্রে তাঁর স্ত্রী নীতা আম্বানিও (Nita Ambani) সুপরিচিত।
তিনি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন ও ফাউন্ডার। রিলায়েন্স ইন্ড্রাস্টির এক ডিরেক্টরের পদেও তিনি রয়েছেন। এছাড়াও, নীতা আইপিএল-এর ‘মুম্বাই ইন্ডিয়ান্স’ টিমের মালিক। তাঁর বিভিন্ন ‘আর্ট কালেকশন’-এর শখ রয়েছে। এইসব ছাড়াও তিনি যে লক্ষাধিক টাকার ফোন ও অন্যান্য জিনিসপত্র ব্যবহার করেন এবং অনেক দামী টাকার চা পান করেন এই কথা প্রায় সকলেরই জানা।
নীতা আম্বানির এক নিজস্ব প্লেন রয়েছে। ২০০৭ সালে ব্যবসায়ী মুকেশ আম্বানি তাঁর স্ত্রীয়ের ৪৪তম জন্মদিনে তাঁকে এই প্লেন উপহার দিয়েছিলেন। নীতা নিয়মিত ২৫০ কোটির টাকার এই চার্টার্ড ফ্লাইট যাতায়াতের জন্য ব্যবহার করে থাকেন। এমন অভিনব উপহারের কথা জানার পর স্বাভাবিকভাবেই সমগ্র দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবারে নীতার আরো এক ব্যবহৃত বস্তু তাঁকে আলোচনার বিষয় করে তুলেছে।
নীতা আম্বানির কাছে রয়েছে এক কুমিড়ের চামড়ার তৈরি হ্যান্ডব্যাগ। ২০১৭ সালে এই ব্যাগটি ব্রিটেনের ‘ক্রিস্টি’-র (Christie) এক নিলামে ২ কোটি ৬১ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছিল। কুমিড়ের চামড়া দিয়ে তৈরি হওয়া ছাড়াও এই ব্যাগে রয়েছে ২৪০টি হীরের টুকরো ও ১৮ ক্যারাট সোনা। এই ব্যাগটির নাম ‘হিমালয়ান বার্কিন ব্যাগ’ (Himalayan Birkin Bag)। উল্লেখ্য নিলামে এই ব্যাগ কে কিনেছিলেন জানা না গেলেও সম্প্রতি এক ছবিতে নীতা আম্বানির হাতে এমনই এক ব্যাগ দেখা গিয়েছে, যা নিয়ে জোরদার আলোচনা চলছে।