×

দীঘা-পুরী এখন অতীত, স্বল্প খরচে কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বে ঘুরে আসুন ‘মিনি‌‌ মিয়ামি’ থেকে

দক্ষিণ ভারতে ভ্রমণ করার জন্য একাধিক স্থান রয়েছে। এর মধ্যে তিরুবনন্তপুরম (Thiruvananthapuram) অন্যতম।

অনেকেই আছেন যারা দক্ষিণ ভারতে ভ্রমণ করতে চান। দক্ষিণ ভারতে ভ্রমণ করার জন্য একাধিক স্থান রয়েছে। এর মধ্যে তিরুবনন্তপুরম (Thiruvananthapuram) অন্যতম। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও মিউজিয়াম ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্য এক দুর্দান্ত স্থান। বলা যায়, সাধ্যের খরচের মধ্যে এই এলাকা ভ্রমণ পিপাসুদের মন ভালো করে তুলতে পারে।

তিরুবনন্তপুরমে কোথায় কোথায় যাবেন?
● পদ্মনাভস্বামী মন্দির:
এই মন্দিরটি ভগবান পদ্মনাভস্বামীকে উৎসর্গ করে তৈরি করা। এই মন্দিরটি বিশ্বের অন্যতম ধনী মন্দির হিসাবে পরিচিত।
কানাকাকুন্নু প্রাসাদ:
এই প্রাসাদ ত্রাভাঙ্কর রাজবংশের সঙ্গে জড়িত। এই প্রাসাদ পরিদর্শন করার জন্য গেলে সংশ্লিষ্ট রাজবংশ সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়।
নেপিয়ার মিউজিয়াম:
কাঠ নির্মিত এক অট্টালিকায় এই জাদুঘরটি ১৮৮০ সাল থেকে রয়েছে। এই জাদুঘরে কেরালার প্রাচীন ভাস্কর্য, মুদ্রা, মন্দিরের গাড়ি, বৌদ্ধ ভাস্কর্য, কাঠে খোদাই করা কেরালার বিখ্যাত গুরুভায়ুর মন্দিরের মডেল, খোদাই করা হাতির দাঁত রয়েছে।
কুথিরামলিকা প্রাসাদ জাদুঘর:
এই প্রাসাদ জাদুঘরের সঙ্গে মহারাজা স্বাথি বলরামা বর্মার নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনিই এই জাদুঘর নির্মাণ করেছিলেন। এই জাদুঘরে সংশ্লিষ্ট রাজবংশের বহুমূল্য সংগৃহিত বস্তু রয়েছে। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন দুটি রাজকীয় সিংহাসন রয়েছে। একটি হাতির দাঁত ও অপরটি বোহেমিয়ান স্ফটিক দিয়ে তৈরি। দ্বিতীয় সিংহাসনটির পিছনের দিকে শঙ্খের প্রতীক খোদাই করা রয়েছে।
ভেল্লায়ানি হ্রদ:
এই হ্রদটি ত্রিভান্দ্রমের বৃহত্তম হ্রদ নামে পরিচিত। এই হ্রদকে কেন্দ্র করে থাকা গ্রাম ও ব্যাক ওয়াটার দৃশ্য পর্যটকদের অন্যতম আকর্ষণ।

কীভাবে যাওয়া যায়?
১. কেউ চাইলে বিমানে করে তিরুবনন্তপুরম যেতে পারেন।
২. তবে ট্রেনে করে সফর করতে চাইলে মূলত দুটি ট্রেন রয়েছে তিরুবনন্তপুরম যাওয়ার জন্য।
৩. তিরুবনন্তপুরম সেন্ট্রাল এসএফ এক্সপ্রেসে করে যেতে চাইলে ইচ্ছুক ব্যক্তিকে রবিবার বা মঙ্গলবার রাতে ট্রেন ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রেনটি রাত ১১:৫০ নাগাদ হাওড়া স্টেশন থেকে তিরুবনন্তপুরমের জন্য রওনা দেবে। মাথাপিছু সাধারণ ভাড়া ৫৩৫ টাকা।
৪. গুরুদেব এসএফ এক্সপ্রেসে যেতে চাইলে ইচ্ছুক ব্যক্তিকে বুধবার রাতে ট্রেন ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রেনটি রাত ১১:৫০ নাগাদ হাওড়া স্টেশন থেকে তিরুবনন্তপুরমের জন্য রওনা দেবে। মাথাপিছু সাধারণ ভাড়া ৫৩৫ টাকা।

থাকবেন কোথায়?
এলাকায় বহু রিসর্ট ও হোটেল আছে। এগুলোতে যাওয়ার আগে বা সেখানে গিয়ে বুক করে থাকা যায়।

খাবারের ব্যবস্থা রয়েছে?
এলাকায় দক্ষিণ ভারতীয় খাবার কাছেই পাওয়া যাবে। তবে বাঙালি খাবার খেতে চাইলে একটু খোঁজাখুঁজি করতে হবে। তবে তিরুবনন্তপুরম গেলে অবশ্যই পদ্মনাভস্বামী মন্দির যেতে হবে এবং প্রসাদ গ্রহণ করতে হবে। এই মন্দিরের প্রসাদের স্বাদে অনবদ্য ও অতুলনীয়।

আনুমানিক কত টাকা খরচ হতে পারে?
মাথাপিছু ১০০০ টাকা থেকে ১২০০০ হাজার টাকা খরচ হতে পারে।

Related Articles