আর নয় দীঘা-পুরী-দার্জিলিং, কলকাতার কাছেই ঘুরে আসুন এই জায়গা থেকে
এই জায়গাটি দক্ষিণ ২৪পরগনা জেলায় ডায়মন্ড হারবারের খুব কাছেই অবস্থিত।

কাজের চাপে ক্লান্ত অনুভব করছেন? নিজের সঙ্গে একটু সময় কাটাতে কম খরচে আশেপাশের কোথাও বেড়াতে যেতে চাইলে যেতে পারেন রায়চকে। এই জায়গাটি দক্ষিণ ২৪পরগনা জেলায় ডায়মন্ড হারবারের খুব কাছেই অবস্থিত।
এই স্থানটি কলকাতা থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত। কলকাতা থেকে স্থানটিতে যেতে সময় লাগবে ৩ ঘন্টার মতো।
■ কীভাবে যাবেন?
এই এলাকায় যাওয়ার জন্য ভালো পরিবহণ ব্যবস্থা রয়েছে। গাড়ি ভাড়া করে খুব সহজেই যাওয়া যায়।
■ দর্শনীয় স্থান:
এই এলাকায় ঘোরার জন্য একাধিক স্থান রয়েছে। নিম্নে স্থানগুলোর বিবরণী ও পৌঁছানোর পদ্ধতির বর্ণনা সংক্ষেপে দেওয়া হল।
১. ডায়মন্ড হারবার লাইট হাউস: এই স্থানে টোটো করে যেতে চাইলে অনায়াসে যেতে পারেন। মাত্র ১০ মিনিটে পৌঁছে যাবেন।
২. দ্য এফ ফোর্ট: এই দুর্গটির স্থানটির অবস্থান হুগলি নদীর ধারে। এটি একসময় বিদেশীদের উপনিবেশ ছিল।
৩. চিংড়িকালী ফোর্ট: এটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দুর্গের নির্মাণ করেছিল পর্তুগিজরা। এই ফোর্ট কেন্দ্রীক প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম প্রকৃতির।
■ কোথায় থাকবেন?
একাধিক জায়গায় হোটেল রয়েছে। সেই সমস্ত হোটেলে আপনি থাকতে পারেন। মাত্র ২ হাজার টাকা দিয়ে হোটেল ভাড়া শুরু হয়। চলুন দেখে নেওয়া যাক, কোথায় কোথায় হোটেল রয়েছে-
১. দ্য এফ ফোর্ট রায়চক।
২. গঙ্গা কুটির।
৩. তরুছায়া।
■ কোথায় খাবেন?
সাধারণ বাঙালি খাবার বা চাইনিজ খাবার সবই পাওয়া যায় এই এলাকায়। আপনি যদি মিষ্টি জাতীয় খাবার খেতে চান, তাহলে আপনাকে ডায়মন্ড হারবার যেতে হবে। এই এলাকায় স্টেশনের কাছে খুবই ভালো মিষ্টি পাওয়া যায়।
■ মাথাপিছু কত টাকা খরচ পড়তে পারে?
এক্ষেত্রে মাথাপিছু খরচ পড়তে পারে প্রায় ৪ হাজার টাকা।