×

দীঘা-পুরী-দার্জিলিং আর নয়, ঘুরে আসুন পুরুলিয়ার এই গ্রাম থেকে, অবশ্যই মিলবে স্বর্গসুখ

এই ক্যাম্পটি মূলত কংসাবতী নদীর তীরে সবুজ ঘন জঙ্গল লাগোয়া স্থানে অবস্থিত।

অতীতে বিয়ের পরেই হানিমুনে যাওয়ার খুব একটা প্রচলন না থাকলেও, বর্তমানে এই বিষয়টি বেশ মেনে চলতে পছন্দ করেন নব বিবাহিত দম্পতিরা। আর্থিক সামর্থ্য যেমনই হোক, বহু নব বিবাহিত দম্পতিরাই বিয়ের পরে হানিমুনে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে থাকেন। সেই অনুযায়ী তারা পরিকল্পনা তৈরি করে অর্থও সঞ্চয় করে থাকেন। কিন্তু বিয়ের আয়োজন করতে গিয়ে পকেট হালকা হয়ে যাওয়ার পরে বহু দম্পতি নিজেদের হানিমুনে যাওয়ার পরিকল্পনা নিয়ে দুইবার ভাবতে শুরু করেন।

এই সমস্যায় পড়তে না চাইলে এবং দীঘা বা পুরী ব্যতীত অন্য কোথাও যেতে চাইলে পশ্চিমবঙ্গেই রয়েছে দুর্দান্ত এক স্থান। ওই জায়গা হানিমুনের জন্য দুর্দান্ত। স্থানটির দুইটি বিশেষ বৈশিষ্ট্যই স্থানটিকে পর্যটকদের দৃষ্টিতে আকর্ষনীয় করে তুলেছে। একদিকে এই স্থানটির খরচ বেশ কম এবং অপরদিকে এর পরিবেশ বেশ মনোরম। ভাবছেন হয়তো, কোন জায়গার কথা বলা হচ্ছে! চলুন এই সেই বিষয়েই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই বিশেষ প্রতিবেদনে।

এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে পুরুলিয়া (Purulia) জেলার জিতুজুরি (Jitujuri) গ্রামকে নিয়ে। এই গ্রামেই অবস্থিত হাতিপাথর ব্যাক প্যাকার্স ক্যাম্প (Hatipathar Backpackers’ Camp)। এই ক্যাম্পটি মূলত কংসাবতী নদীর তীরে সবুজ ঘন জঙ্গল লাগোয়া স্থানে অবস্থিত। এই ক্যাম্পে গেলে একদিকে যেমন পাখির কলতান কানকে আরাম দেবে, তেমনই পাশেই বয়ে চলা কংসাবতী নদী চোখকে এক আলাদাই অনুভূতি প্রদান করবে।

কেউ যদি বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে দুইদিনের ছুটি কাটাতেও রাজ্যের কোথাও বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে যেতে চান, তাহলে তাঁদের জন্যেই এই ক্যাম্প উপযুক্ত। সব মিলিয়ে নব বিবাহিত দম্পতি হোক বা বন্ধুদের দল, কম খরচ ও মনোরম পরিবেশের এক দুর্দান্ত মিশ্রণ পুরুলিয়ার জিতুজুরি।

Related Articles