কাজের ফাঁকে ঘুরে আসুন কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বে ‘মিনি সুইজারল্যান্ড’ থেকে, জেনেনিন খুঁটিনাটি
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে রয়েছে এমন এক স্থান যার সৌন্দর্য ও পরিবেশ দেখে যেন সুইজারল্যান্ডের অনুভূতি পাওয়া সম্ভব।

ভ্যাকেশন (Vacation)ঘুরতে যেতে কে না পছন্দ করেন! প্রতিদিনের নিয়ম মেনে কর্ম জীবন থেকে কয়েকদিন বিরতি নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে পারলে সকলেরই ভালো লাগে। এতদিন সাধারণত বাঙালি নির্দিষ্ট হাতে গোনা কয়েকটি জায়গাতেই ভ্রমণ স্থান হিসেবে বেছে নিত। তবে এবারে ধীরে ধীরে সকলেই অফবিট জায়গায় ঘুরতে যাওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে বিদিশের বিভিন্ন উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের মধ্যে অন্যতম হল সুইজারল্যান্ড ()। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মনোমুগ্ধকর। তবে এই বিষয়টি অনস্বীকার্য যে সাধারণ মানুষদের পক্ষে চাইলেই সুদূর সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়া সম্ভব নয়। তাই আজকের প্রতিবেদনে রইল ভারতবর্ষের বুকেই এক ‘মিনি সুইজারল্যান্ড’-এর হদিশ।
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে রয়েছে এমন এক স্থান যার সৌন্দর্য ও পরিবেশ দেখে যেন সুইজারল্যান্ডের অনুভূতি পাওয়া সম্ভব। ‘ডিমনা’ নামক এই স্থান ধীরে ধীরে ভ্রমণ স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। কলকাতা থেকে খুব কাছেই আছে ডিমনা। কয়েকদিন শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে এই স্থানে যাওয়া যেতে পারে। সবুজ গাছপালাঘেরা দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানে রয়েছে স্বচ্ছ নীল জলের লেক। থাকা-খাওয়ার জন্য একাধিক হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট প্রভৃতি উপলব্ধ আছে। দলমা পাহাড়ের কাছাকাছি হওয়ায় এখানে হাতি ও অন্যান্য জীবজন্তুর দেখা মেলার সম্ভাবনাও রয়েছে।
ঝাড়খণ্ডের ডিমনা নামক এই ভ্রমণ স্থানে যাওয়ার জন্য প্রথমে হাওড়া থেকে টাটানগরগামী কোনো এক্সপ্রেস ট্রেনে চাপতে হবে। চার-পাঁচ ঘন্টার মধ্যেই এই স্থানে পৌঁছে যাওয়া যাবে। এছাড়াও, জামশেদপুরগামী সরকারি বা বেসরকারি বাসে করেও এখানে যাওয়া যাবে। ইচ্ছে হলে গাড়ি নিয়ে সড়কপথেও ডিমনা ঘুরতে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে বোম্বে রোড, খড়্গপুর রোড, জাতীয় সড়ক ১৬, ১৮ হয়ে টাটানগর পৌঁছোতে সময় লাগবে ৬-৭ ঘণ্টা।