×

সিগারেটের বাংলা অর্থ কী? ৯৯% মানুষ উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছে

সিগারেটের বাংলা অর্থ কি? ৯০% মানুষ জানেন না।

বর্তমানে বেশিরভাগ মানুষই শিক্ষিত। তবে মাঝে মাঝে এমন অনেক শব্দ উঠে আসে যেগুলোর ইংরেজি অর্থ খুঁজে বার করতে অক্ষম হই। বা অনেক ইংরেজি শব্দের বাংলা মানে বার করতে পারি না। অথচ রোজের জীবনে আমরা প্রত্যেকেই সেই ইংরেজি শব্দগুলো উচ্চারণ করে যাই। কিন্তু কেউ যদি সেগুলোর বাংলা অর্থ আমাদের জিজ্ঞেস করে তাহলে পরতে হয় বিভ্রান্তিতে। হয়ে যায় সমস্ত মান সম্মান নষ্ট। ‌বিশেষ করে কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে যদি এগুলো জিজ্ঞেস করা হয় তাহলে তো নির্ঘাত অসস্তিতে পরতে হবে। আর সঠিক উত্তর না দিতে পেরে আফসোস থেকে যায় যে এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারলাম না।

এ ধরনের প্রশ্নগুলিকে সাধারণত জ্ঞানের পর্যায়ে ফেলা হয়। কি ভাবছেন জেনারেল নলেজের বই আবার ঘাটতে হবে নাকি? আজ্ঞে না, এর জন্য আর জেনারেল নলেজের বই খুলতে হবে না আপনাকে। আজকের এই প্রতিবেদনে আমরাই আপনাদেরকে জানিয়ে দেবো বিভিন্ন চাকরির ইন্টারভিউতে আসতে পারে এমন কিছু সহজ প্রশ্ন ও উত্তর। আসুন তবে জেনে নিন এই প্রশ্নগুলি-

১. কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তর- নরওয়ে

২. একজন মানুষ আট দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?
উত্তর- কারণ, মানুষ দিনে নয় রাতে ঘুমায়।

৩. সিগারেটকে বাংলায় কী বলে?
উত্তর- সিগারেটকে বাংলায় ‘ধূমপান দন্ড’ বলা হয়।

৪. আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন?
উত্তর- কালো কোটে শৃঙ্খলাবদ্ধ এবং আত্মবিশ্বাসী দেখায়।

৫. একজন মানুষের চোখের ওজন কত গ্রাম?
উত্তর- মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম।

৬. ‘মনসুন’ শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর- আরবি শব্দ ভান্ডার থেকে।

৭. মানুষের হৃদপিন্ডের ওজন কত?
উত্তর- মানুষের হৃদপিন্ডের ওজন ২৫০-৩৫০ গ্রাম বা ৯-১২ আউন্স।

৮. ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উত্তর- ডং

৯. জলের স্রোত থেকে উৎপন্ন বিদ্যুৎকে কী বলে?
উত্তর- হাইড্রো ইলেক্ট্রিসিটি।

১০. একজন মানুষের ব্রেনের ওজন কত গ্রাম?
উত্তর- একজন মানুষের ব্রেনের ওজন ১.৩ কেজি।

১১. কোন দেশে ৬ মাস দিন ও ৬ মাস রাত থাকে?
উত্তর- নরওয়ে।

১২. বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর?
উত্তর- সুইজারল্যান্ড।

Related Articles