×

বিড়াল রাস্তা পার হলে থেমে যান কেন? জানুন বিজ্ঞানসম্মত কারন

অনেকের দাবি, কালো বিড়াল সংক্রান্ত মানুষের আচরণের সঙ্গে অতীতের এক ঘটনার সম্পর্ক রয়েছে।

পোষ্যরূপে যে সমস্ত প্রাণী মানুষের পছন্দের তালিকায় থাকে, তাদের মধ্যে বিড়াল অন্যতম। এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরই পোষ্য হিসাবে বিড়াল পছন্দ। এর মধ্যে কেউ অনুকূল পরিস্থিতি পেলে বাড়িতে বিড়াল পুষে ফেলেন। কেউ সেই সুযোগ না পেলে অন্যের পোষ্য বিড়াল আদর করেই বা দেখেই সন্তুষ্ট হন। তবে সবাই যে বিড়াল পছন্দ করেন তা নয়। বহু মানুষেরই বিড়াল অপছন্দের তালিকায় রয়েছে।

অনেকে তো রাস্তায় বিড়াল পেরোতে দেখলেই সেই রাস্তা পার করতে চান না। সাদা বা লাল রঙের বিড়াল দেখে অনেকে আদর করলেও কুসংস্কারজনিত কারণে অনেকেই কালো বিড়াল থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন। রাস্তায় চলার সময় বা গাড়ি চালানোর সময়ে বিড়াল রাস্তা কাটলে অনেকেই চলা থামিয়ে দেন বা উল্টো পথে ফিরে যান। এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে? না নেহাতই কুসংস্কারাচ্ছন্ম ঘটনা? চলুন জেনে নেওয়া যাক।

অনেকের দাবি, কালো বিড়াল সংক্রান্ত মানুষের আচরণের সঙ্গে অতীতের এক ঘটনার সম্পর্ক রয়েছে। অতীতে যখন প্লেগ ছড়িয়ে পড়েছিল তখনই মানুষ বিড়ালের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল। আপনার মনে হতেই পারে, প্লেগের সঙ্গে বিড়ালের কী সম্পর্ক রয়েছে?

জানিয়ে রাখি, বিড়ালের অন্যতম প্রধান খাদ্য হল ইঁদুর। প্লেগ ছড়িয়ে পড়ার সঙ্গে ইঁদুরের সম্পর্ক রয়েছে। ইঁদুর দ্বারা প্লেগ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই রোগের কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছিল। এবার ইঁদুর বিড়ালের খাদ্য হওয়ায় মহামারী সংক্রমণের ভয়ে বহু মানুষ ইঁদুর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলে ধীরে ধীরে বিড়াল সংক্রান্ত ভ্রান্ত ধারণা বা কুসংস্কার চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। যদিও কালো বিড়ালের রাস্তা কেটে দেওয়ার সঙ্গে অশুভ কিছু ঘটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে রাস্তা পার হওয়ার সময়ে বিড়াল বা অন্য প্রাণী দেখে উদ্বিগ্ন না হয়ে সতর্ক হতে হবে। কারণ, আজকাল প্রায়শই রাস্তা পার করতে যাওয়া প্রাণীদের চলন্ত গাড়ির ধাক্কার শিকার হতে হয়। এই ঘটনার কারণে বহু প্রাণী ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। আর তাই, কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণীদের রাস্তা পার হতে দেখলে গাড়ি থামিয়ে দেওয়া উচিত।

Related Articles