×

আম্বানির গাড়ির চালকের মাসিক বেতন শুনে লজ্জা পাবেন দেশের বড় কর্পোরেট সংস্থার কর্মীরা, জেনে নিন টাকার অঙ্ক

ভারতের ধনকুবের হিসেবে পরিচিত ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি শুধুমাত্র ভারতেরই নয় বরং বিশ্বের অন্যতম একজন ধনী ব্যবসায়ী।

ভারতের ধনকুবের হিসেবে পরিচিত ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি শুধুমাত্র ভারতেরই নয় বরং বিশ্বের অন্যতম একজন ধনী ব্যবসায়ী। আর তাঁর এবং তাঁর পরিবারের বিলাসবহুল জীবন সম্পর্কে জানতে সর্বদা মুখিয়ে থাকেন আমজনতা। আর পাঁচটা বলি তারকাদের চেয়ে কোনো অংশে কম নয় তাঁর জনপ্রিয়তা। তাঁর পরিবার, সম্পত্তি ও প্রতিপত্তি সম্পর্কে জানতে চির উৎসুক সকলেই। এমনকি তাঁর বাড়ির পরিচালিকা থেকে শুরু করে গাড়ির ড্রাইভার সকলেই নজরে থাকেন সাইবারবাসীর।

মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। বর্তমানে তিনি কয়েক লক্ষ কোটি টাকার মালিক। তাই তিনি যে চর্চায় থাকবেন না তা কি করে হয়। যাইহোক সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে মুকেশ আম্বানির গাড়ির ড্রাইভার এর বেতনের অঙ্ক। যা রীতিমতো লজ্জায় ফেলে দেবে যেকোনো বড় বড় কর্পোরেট সংস্থার কর্মীদের। এমনকি মুকেশ আম্বানির গাড়ির ড্রাইভার এর বেতন ভারতের বহু মানুষের সারা জীবনের রোজগারের সমান।

বর্তমানে এশিয়ার দ্বিতীয় ও গোটা বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। ২০১০ সালে ফিন্যান্সিয়াল ক্রনিক্যাল (Financial Chronicle) এবং এনটিটিভি ইন্ডিয়া (NDTV India)-র তরফ থেকে বছরের সেরা বিজনেসম্যানের উপাধি দেওয়া হয় তাঁকে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আরো বহু বাণিজ্যিক সম্মান। বর্তমানে তাঁর গাড়ির সংগ্রহশালায় প্রায় ৫০০ টিরও বেশি গাড়ির সংগ্রহ রয়েছে। এছাড়াও কিছুদিন আগে একটি ৮.৭ কোটি টাকার বিএমডাব্লু তুলেছেন তিনি।

যেখানে রয়েছে বিলাসিতা থেকে শুরু করে বিভিন্ন রকম নিরাপত্তার বৈশিষ্ট্য। এছাড়াও মুকেশ আম্বানির সংগ্রহশালায় রয়েছে বেন্টলে বেন্টেগা (Bentley Bentayga), ল্যান্ড রোভার ডিসকভারি (Land Rover Discovery)-র মতো একাধিক বিলাসবহুলকারী। আর যেগুলো চালানোর জন্য স্বাভাবিকভাবেই প্রয়োজন পরে অভিজ্ঞ ড্রাইভারদের। যার জন্য বিভিন্ন নামিদামি সংস্থা থেকে নিযুক্ত করা হয় ড্রাইভারদের। তাঁর ড্রাইভারদের‌ চাকরির জন্য প্রথমে ড্রাইভারদের পরীক্ষা দিতে হয়। যার ফলে তাঁদের বেতনও আকাশ ছোঁয়া। জানা গিয়েছে আম্বানি পরিবারের মাসিক বেতন প্রায় 2 লক্ষ টাকা। যা যেকোনো কর্পোরেট সংস্থার কর্মীদেরও লজ্জায় ফেলে দিতে বাধ্য।

Related Articles