কলেজের বাংলা অর্থ কী? ৯৯% মানুষ বলতে পারবেন না
উচ্চশিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান হল কলেজ (College)। স্কুলের গণ্ডি পেরোলেই কলেজের প্রবেশ পথ উন্মুক্ত হয় ছাত্র-ছাত্রীদের জন্য।

উচ্চশিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান হল কলেজ (College)। স্কুলের গণ্ডি পেরোলেই কলেজের প্রবেশ পথ উন্মুক্ত হয় ছাত্র-ছাত্রীদের জন্য। প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ নার্সারি থেকে চতুর্থ শ্রেণি এবং তারপরে উচ্চ বিদ্যালয় অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অব্দি পড়াশোনা শেষ করার পর ছাত্র-ছাত্রীরা কলেজে প্রবেশ করে উচ্চ শিক্ষার জন্য। স্কুল ও কলেজের পড়াশোনার মধ্যে অনেকটাই ফারাক থাকে। কলেজে নির্দিষ্ট একটি বিষয় উপর জোর দিয়ে পড়াশুনা করা হয়।
মাধ্যমিক পরীক্ষার পর প্রত্যেক ছাত্র-ছাত্রীকে যেকোনো একটি স্ট্রিম বেছে নিতে হয় পড়াশোনার জন্য। উচ্চমাধ্যমিকের ওই স্টিমের উপর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সেই ছাত্র-ছাত্রী কলেজে তার পড়ার বিষয় নির্ধারণ করতে পারে এবং সেই বিষয়টির উপর অনার্স করতে পারে। তবে পছন্দের বিষয়ের পাশাপাশি আরো কয়েকটি বিষয় পাস কোর্স হিসেবে রাখা হয়।
ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট বিষয়ে তিন বছরের অনার্স কোর্স শেষ করার পর যে ডিগ্রি অর্জন করে সেটাকে ‘গ্র্যাজুয়েট’ (Graduate) বলা হয়। অর্থাৎ তিন বছর পর সেই ছাত্র-ছাত্রী ‘গ্র্যাজুয়েট’ (Graduate) অর্থাৎ স্নাতক উপাধি লাভ করে। বর্তমান যুগে গ্র্যাজুয়েট ছেলেমেয়ে প্রতি ঘরে ঘরে। সকলেই কলেজে পড়লেও এই শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা প্রতিশব্দ অধিকাংশই জানেন না। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা চলতি কথায় কলেজ বললেও এর বাংলা প্রতিশব্দ হলো ‘মহাবিদ্যালয়’।
আসুন জেনে নিন কলেজ সম্পর্কিত কিছু সাধারণ তথ্য:-
১. ভারতের প্রথম কলেজ কোনটি?
– ফোর্ট উইলিয়াম কলেজ
২. লাইব্রেরীর বাংলা অর্থ কী?
– গ্রন্থাগার
৩. ভারতে প্রতিষ্ঠিত প্রথম মহিলা কলেজ কোনটি?
– বেথুন কলেজ
৪. পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম কী?
– ব্রাত্য বসু
৫. পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটি?
– বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়
৬. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
– দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি
৭. স্কুলকে বাংলায় কী বলে?
– বিদ্যালয়
৮. ইউনিভার্সিটিকে বাংলায় কী বলে?
– বিশ্ববিদ্যালয়
৯. ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজের নাম কী?
– থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং
১০. ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে?
– ধর্মেন্দ্র প্রধান