ছবিতে থাকা এই ছেলেটির নাম কী হবে? শুধুমাত্র জিনিয়াসরাই উত্তর দিতে পারবেন
বিভিন্ন ধরনের মজার ধাঁধা (Brain Puzzle)। এই ধাঁধাগুলো মূলত তৈরি করা হয় মানুষের দৃষ্টিশক্তি পরীক্ষা করতে।

বর্তমানে নিঃসন্দেহে প্রতিটি মানুষের সময় কাটানোর একমাত্র মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ধরনের মজার ধাঁধা (Brain Puzzle)। এই ধাঁধাগুলো মূলত তৈরি করা হয় মানুষের দৃষ্টিশক্তি পরীক্ষা করতে। কার দৃষ্টিশক্তি কতটা প্রখর তা পরীক্ষা করার একমাত্র উপায় এই মজার ধাঁধাগুলো। এগুলোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে নিজেদের মস্তিষ্কে শান দেন বহু মানুষ। যার কারণে দিনকে দিন এই খেলা গুলো ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে গোটা নেট দুনিয়ায়।
বৈজ্ঞানিকদের মতে, আপনি যত বেশি কঠিন প্রশ্নের সমাধান করার চেষ্টা করবেন ততই আপনার মস্তিষ্ক সক্রিয় হবে। যার কারণে এটিকে মস্তিষ্কের একটি সুস্থ স্বাভাবিক ব্যায়ামও বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়া খুজলে এ ধরনের বহু ধাঁধা চোখে পরবে। আর এগুলো একবার চোখে পরলে তা এড়িয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে পরে। যদিও বেশিরভাগ মানুষ এগুলোর সঠিক উত্তর দিতে পারেন না। আর তাঁদের জন্যেই রয়েছি আমরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমের পর্দায় একটি নতুন ধাঁধা ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। আর নেটিজেনদের কেবলমাত্র ১০ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। এই ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়েও এর সঠিক উত্তর খুঁজে বার করতে পারেননি বহু মানুষ। তবে যারা এই কঠিন পরীক্ষায় পাস করেছেন তাঁদের নিঃসন্দেহে জিনিয়াস বলা যেতে পারে। এর সমাধান করতে হলে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে সেখানে একটি ১০০ টাকার নোট ও সাথে চীনের ম্যাপ রয়েছে। আর এর থেকে তৈরি হবে একটি ছেলের নাম। যা আপনাকে খুঁজে বার করতে হবে। তাই একটু বুদ্ধি খাটিয়ে ভাবুন কি হতে পারে সেই নাম। আপনার সময় শুরু হল এখন থেকে। কি খুঁজে পেলেন না তো উত্তর? আসুন তাহলে আমরা এবার আপনাকে একটু সাহায্য করি। ছবিটির ১০০ টাকার নোট থেকে ‘শ’ নিন। তাঁর সাথে যোগ করুন চীন। অর্থাৎ ছেলেটির নাম হল শচীন। তাহলে বুঝতে পারলেন তো ধাঁধাটি কঠিন মনে হলেও তা আদতে ততটাও কঠিন নয়।